একসময়ের বিশ্বসুন্দরী, সংসার সামলে নিজের দিকে তাকানও না! হলিউডে গিয়ে ট্রোলড ‘বুড়ি’ ঐশ্বর্য

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের বিশ্বসুন্দরী নায়িকা ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। সৌন্দর্যের প্রতিযোগিতায় সেরার মুকুট জিতে বলিউডে পা রেখেছিলেন তিনি। দীর্ঘদিন চুটিয়ে অভিনয় করেছেন। রূপের জাদুতে মুগ্ধ করেছেন দর্শকদের। এখন তিনি পুরোপুরি সংসারে মন দিয়েছেন। স্বামীকে কেরিয়ার বানানোর সুযোগ দিয়ে মেয়ে আরাধ‍্যার দেখভালের ভার তুলে নিয়েছেন নিজের কাঁধে।

আর তাতেই হয়েছে কাল। ঐশ্বর্যর সেই আগের জৌলুস নাকি আর নেই। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীকে দেখে এমনি দাবি করেছেন অনেকে‌। কয়েক বছর ধরেই কান চলচ্চিত্র উৎসবে মুখ দেখাচ্ছেন অভিনেত্রী। প্রতি বারই তাঁর পোশাক এবং স্টাইল মুগ্ধ করেছে সকলকে।


কিন্তু এবার ব‍্যতিক্রম। একটি হালকা গোলাপি রঙের গাউনে সেজে রেড কার্পেটে পা রাখেন ঐশ্বর্য। তাঁর এই লুক মুগ্ধ করেছে নেটিজেনদের। কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন বিশ্বসুন্দরীর লুক নিয়ে। অনেকের দাবি, বয়স লুকাতে অতিরিক্ত বটক্স করেছেন ঐশ্বর্য। আবার কারোর মনে হয়, অভিনেত্রীর মুখ কেমন ফোলা ফোলা দেখাচ্ছে। এমনকি কয়েকজন প্রশ্ন করেছেন ঐশ্বর্য অন্তঃসত্ত্বা কিনা।

নেটনাগরিকদের একাংশের বক্তব‍্য, নিজেকে একেবারেই যত্ন ক‍রতে পারেননি ঐশ্বর্য। তাঁকে দেখে বোঝা দায় যে তিনি একসময় বিশ্বসুন্দরী ছিলেন। মেয়ে, সংসার সব সামলাতে গিয়ে নিজের দিকে ফিরেও তাকান না নাকি তিনি? ঐশ্বর্যর তুলনায় পুরনো অভিনেত্রীদের রূপ এখনো দেখবার মতো।

গত ২০ বছর ধরে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটেন ঐশ্বর্য। এখন তাঁর সঙ্গী হয় মেয়ে আরাধ‍্যা। মেয়েকে কখনোই কাছছাড়া করেন না অভিনেত্রী। এর জেরে বহুবার ট্রোলও হতে হয়েছে তাঁকে। কিন্তু পাত্তা দেননি ঐশ্বর্য।

এর আগে অভিষেক বলেছিলেন, “বিয়ের পরে আমি যে অভিনয় কেরিয়ার ধরে রাখতে পেরেছি তার অনেকটাই ঐশ্বর্যর জন‍্য। ও খুবই বাস্তববাদী। আরাধ‍্যার কাছে ওকে থাকতে দেখে আমি অনেকটাই চিন্তামুক্ত হয়েছিলাম। ও আমাকে অনুমতি দিয়েছিল এই বলে যে, ‘তুমি গিয়ে অভিনয় করো, আমি আরাধ‍্যাকে দেখব।’ এতেই আমি চিন্তামুক্ত হয়ে, বন্ধন মুক্ত হয়ে কাজ করতে পেরেছি।”

X