‘অনেকদিন তো হলো, এবার তাড়াতাড়ি চলে আয় বুনু’, ঐন্দ্রিলাকে ভুলতে পারছেন না দিদি ঐশ্বর্য

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ ২০ দিনের লড়াই। একটা পরিবারের সঙ্গে দাঁতে দাঁত চিপে সেই লড়াইয়ে অংশ নিয়েছিল গোটা বাংলার মানুষ। সবার প্রার্থনা একজনের জন‍্যই, ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। যে লড়াকু মেয়েটা দু দুবার মারণ ক‍্যানসারকে হারিয়ে আশার আলো দেখিয়েছিল সবাইকে, তিনি তৃতীয় বারেও সুস্থ হয়ে উঠুন, এটাই কামনা ছিল সকলের।

জীবনযুদ্ধে জিততে পারেননি ঐন্দ্রিলা, কিন্তু ভালবাসার লড়াইয়ে জিতে গিয়েছেন তিনি। বাবা, মা, দিদির ভালবাসা, সব‍্যসাচীর মায়ার বাঁধন কাটিয়ে চলে গিয়েছেন ঐন্দ্রিলা। সব‍্যসাচীও নিজেকে সরিয়ে নিয়েছেন সোশ‍্যাল মিডিয়ার সার্কাস থেকে। কিন্তু ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য সোশ‍্যাল মিডিয়াকেও বেছে নিয়েছেন বোনের স্মৃতিচারণ, তাঁকে খোলা চিঠি লেখার জন‍্য।

Aishwarya aindrila 1
ছোট্ট মিষ্টি আর তাঁর দিদি মিতুল। ছোটবেলার দুই দুরন্ত মেয়ে বড় হয়ে সফল কেরিয়ার বানিয়েছে। একজন চিকিৎসা জগতে, অন‍্যজন অভিনয়ে। আরো বড় অভিনেত্রী হওয়ার কথা ছিল। বড়পর্দায় কাজ করার কথা ছিল। কিন্তু সময় পেলেন না ঐন্দ্রিলা। মাত্র ২৪ বছর কাটিয়েই পাড়ি দিতে হল পরপারে।

বোন নেই, একথা যেন মানতেই পারছেন না দিদি ঐশ্বর্য। ইনস্টাগ্রামে বোনের সঙ্গে ছোটবেলার একগুচ্ছ ছবি শেয়ার করে চিরকাল একসঙ্গে থাকার বার্তা দিয়েছিলেন তিনি। এবার ফের ফেসবুকে এক আবেগঘন বার্তা দিলেন ঐশ্বর্য।

ঐন্দ্রিলার সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘অনেকদিন তো হলো, এবার তাড়াতাড়ি চলে আই বুনু। তুই ছাড়া আমি যে পঙ্গু। কে আমাকে সাজিয়ে দেবে বলতো? কে আমার ছবি তুলে দেবে? কে না বলা মনের কথা গুলো আমার মুখ দেখে বুঝে যাবে? কে আলাদিন এর আশ্চর্য্য প্রদীপ এর মতো আমার সমস্ত মনের ইচ্ছে পূরণ করবে? কার সাথে আমি ঘুরতে যাবো? কার সাথে পার্টি করবো? কার সাথে আমি সারারাত জেগে সিনেমা দেখবো গল্প করবো? কে আমাকে সঠিক পরামর্শ দেবে?

আমাদের এখনো কত প্ল্যান্স বাকি আছে বলতো? কে আমাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসবে? কে আমার জন্য পুরো পৃথিবী র সাথে লড়বে, আমাকে আগলে রাখবে? আমার যে তুই ছাড়া র কোনো বেস্ট ফ্রেন্ড নেই। তুই যে আমার জীবনীশক্তি। এই ২৪ বছর এ আমি যে নিজে থেকে কিছুই করতে শিখি নি বুনু। আমি জানি তুই সাবলম্বী কিন্তু তোর দিদিভাই যে তোকে ছাড়া খুব অসহায়। তাড়াতাড়ি আমার কাছে চলে আই বুনু। অপেক্ষায় রইলাম।’

https://www.instagram.com/p/ClRq54USZu9/?igshid=YmMyMTA2M2Y=

ইনস্টাগ্রামেও বোনের একের পর এক রিল ভিডিও শেয়ার করে চলেছেন দিদি। ছোটবেলার একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমার ছোট্ট বুনু… এই ভাবেই সারা জীবন দুজন দুজনের হাত ধরে বেঁচে ছিলাম আছি এবং থাকবো।’

Niranjana Nag

সম্পর্কিত খবর