বাংলাহান্ট ডেস্ক : দেশের সবথেকে কঠিন পরীক্ষা হিসেবে বিবেচিত হয় ইউপিএসসি। অনেকেরই স্বপ্ন থাকে ইউপিএসসি ক্র্যাক করে বড় অফিসার হওয়ার। সেই স্বপ্নে প্রতিবছর লক্ষ-লক্ষ যুবক-যুবতী ইউপিএসসি পরীক্ষায় বসেন। তবে তাদের মধ্যে সফলতা (Success Story) পান হাতে গোনা কয়েকজন।
আইএফএস ঐশ্বর্য সোরেনের সফলতার কাহিনী (Success Story)
সম্প্রতি ইউপিএসসি (UPSC) পরীক্ষায় দুর্দান্ত ফল করে খবরের শিরোনামে এক মডেল। ইউপিএসসিতে (Union Public Service Commission) দুর্দান্ত রেজাল্ট করে বর্তমানে আইএফএস (IFS) অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। রাজস্থানের সেনা পরিবারে জন্ম ঐশ্বর্য সোরেনের। ঐশ্বর্যর বাবা ভারতীয় সেনার এক উচ্চ পদস্থ কর্মচারী।
ছোটবেলা থেকেই মেধাবী ঐশ্বর্য উচ্চমাধ্যমিকে নজরকাড়া নম্বর নিয়ে সসম্মানে উত্তীর্ণ হন। দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পড়ার সময় মডেলিংয়ের দিকে আগ্রহ বাড়তে থাকে ঐশ্বর্যর। রুপোলি দুনিয়ার হাতছানি এড়াতে পারেননি তিনি। অংশ নিতে শুরু করেন বিভিন্ন মডেলিং প্রতিযোগিতায়। ২০১৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতাতে অংশ নিলেও সফলতা অবশ্য মেলেনি।
আরোও পড়ুন : সঞ্জয়ের ফাঁসি না হওয়ায় আশাহত মমতা! বললেন ‘এই নরপিশাচকে …’
থেমে না গিয়ে ২০১৬ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ফের একবার অংশগ্রহণ করেন ঐশ্বর্য। সেইবার ফাইনাল রাউন্ডে গিয়ে থামতে হয় তাঁকে। মডেলিংয়ে (Modelling) একের পর এক ব্যর্থতা হতাশ করতে পারেনি এই তরুণীকে। এরপর থেকে ঐশ্বর্য নিতে শুরু করেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার প্রস্তুতি। ভর্তি হন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের ইন্দোর শাখায়।
সাধারণ পড়াশোনার পাশাপাশি চালিয়ে যান ইউপিএসসি পরীক্ষায় বসার প্রস্তুতি। প্রথমবারের চেষ্টাতেই বাজিমাত করে ফেলেন ঐশ্বর্য। যোগদান করেন বিদেশ মন্ত্রকে। মডেলিং ক্যারিয়ার থেকে শুরু করে ইউপিএসসি ক্র্যাক, ঐশ্বর্য প্রমাণ করে দিয়েছেন ইচ্ছা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। সেই ইচ্ছা শক্তির জোরেই আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একদা মডেল তথা বর্তমান আইএফএস ঐশ্বর্য সোরেনের সফলতার কাহিনি (Success Story)।