গোয়ার নির্বাচনে বিজেপির তুলনায় তিনগুণ বেশি ব্যয় তৃণমূলের! কোটি কোটি টাকার হিসেব দিল কমিশন

বাংলাহান্ট ডেস্ক : প্রথম বার গোয়া বিধানসভা নির্বাচনে (Goa Bidhansabha Election 2022) লড়াই করেছে তৃণমূল (AITC)। জোড়াফুল শিবিরকে এর জন্য খরচ করেতে হয়েছে মোট ৪৭ কোটি ৫৪ লক্ষ টাকা। সেখানে গোয়ার শাসক দল বিজেপির (BJP) খরচ মাত্র ১৭ কোটি ৭৫ লক্ষ টাকা। যা তৃণমূলের তুলনায় অনেকটাই কম। সম্প্রতি রাজনৈতিক দলগুলির দেওয়া তথ্যের ভিত্তিতে এমন তথ্যই প্রকাশ্যে আনল জাতীয় নির্বাচন কমিশন।

২০২১ সালে বাংলার বিধানসভা নির্বাচনে মোদি-শাহর যুগলবন্দীকে হারিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় বার পশ্চিমবঙ্গের সিংহাসন দখল করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকও বাংলার বাইরে বাংলার বাইরে তৃণমূলের বিস্তার লাভে মন দিয়েছিলেন। তৃণমূলের প্রথম লক্ষ্য ছিল বিজেপি-শাসিত ত্রিপুরা, তার পর গোয়ার বিধানসভা নির্বাচন।

নির্বাচনের মাস তিনেক আগে গোয়ার নির্বাচনে ঢাক-ঢোল পিটিয়ে লড়াইয়ে নামে তৃণমূল। কিন্তু আরব সাগরের তিরে কোনও দাগই কাটতে পারেনি তৃণমূল। তবে প্রচারে তারা চালিয়েছিল সমান উদ্যোমে। সেই প্রচারে খরচও হয় ভালোই। নির্বাচন কমিশন জানায়, গত মার্চে গোয়া বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি খরচ করেছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। বিজেপির প্রধান বিরোধী দল কংগ্রেস খরচ করেছিল ১২ কোটি টাকা।

বিশেষ সূত্রে জানা যায়, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ১১ প্রার্থীকে মোট ২৫ লক্ষ টাকা করে দিয়েছিল। প্রচারেও কিছু খরচ করে মোট ব্যয় হয় প্রায় তিন কোটি টাকা। শিবসেনা গোয়ার ১০টি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল। মোট খরচ করে ৯২ লক্ষ টাকা। তবে এদের থেকে অনেক এগিয়ে তৃণমূল! গোয়ার ৪০টি আসনের মধ্যে ২৩টিতে প্রার্থী দেয় তৃণমূল। একটাতেও জয় আসেনি। তবে মমতার দল খরচ করেছে প্রায় সাড়ে ৪৭ কোটি টাকা। যা বাকিদের থেকে বহুগুণ বেশি।

Sudipto

সম্পর্কিত খবর