বাংলা হান্ট ডেস্ক : বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikar)। ত্রিপুরা (Tripura) এবং মেঘালয়ে (Meghalaya) পর্যুদস্ত হওয়ার পরই ভারতের নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের সর্বভারতীয় (AITC) তকমা খারিজের জন্য আবেদন করলেন রাজ্যের বিরোধী দলনেতা। এই আবেদন বিজেপি (BJP) এর আগেও বহুবার করেছে। তবে এবার এই দাবি উঠে এল আরও জোরালো ভাবে।
তৃণমূলের সর্বভারতীয় তকমা তুলে নেওয়ার জন্য ভারতের মুখ্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানালেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁর দাবি তৃণমূলের সর্বভারতীয় তকমা পাওয়ার যোগ্যতা নেই। দেখে নেওয়া যাক কী কী যোগ্যতা থাকলে তবে একটি রাজনৈতিক দল সর্বভারতীয় তকমা পেতে পারে।
১) একটি দলকে অন্তত তিনটি ভিন্ন রাজ্য থেকে লোকসভায় ২% আসন জিততেই হবে।
২) দলটিকে লোকসভা বা বিধানসভার নির্বাচনে যে কোন চার বা ততোধিক রাজ্যে ৬% ভোট এবং চারটি লোকসভা আসনে জয়লাভ করতে হবে।
৩) একটি দল চারটি রাজ্যের যেকোনও একটি রাজ্যের দল হিসেবে স্বীকৃতি পাবে।
এই মুহুর্তে ভারতের রাজনৈতিক দলের সংখ্যা ৮টি। দেখে নেওয়া যাক সেই দলগুলি কী কী।
১) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC)– ১৯৯৮ সালে প্রতিষ্ঠা হয় এই দলটি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রতীক ঘাস ও জোড়াফুল।
২) বহুজন সমাজ পার্টি (BSP) – ১৯৮৪ সালে প্রতিষ্ঠা। প্রতিষ্ঠাতা কাঁশিরাম। বর্তমানে এই দলের নেতা মায়াবতী। এই দলের প্রতীক হাতি।
৩) ভারতীয় জনতা পার্টি (BJP)– ১৯৮০ সালে এই দল প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাতা হলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী এবং লাল কৃষ্ণ আদভানি। বর্তমানে এই দলের সভাপতি হলে জগৎ প্রকাশ নাড্ডা। বিজেপির প্রতীক পদ্ম।
৪) ভারতীয় কমিউনিস্ট পার্টি (CPI) – ১৯২৫ সালে এই দল প্রতিষ্ঠা করেন মানবেন্দ্র নাথ রায়, চারু মজুমদার প্রমুখ। এই দলের প্রতীক কাস্তে ও ধান।
৫) ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (CPIM)– ১৯৬৪ সালে এই দল প্রতিষ্ঠা করেন ইএমএস নাম্বুদিরিপাদ এবং জ্যোতি বসু। সিপিআইএম-র প্রতীক কাস্তে হাতুড়ি ও তারা।
৬) ভারতীয় জাতীয় কংগ্রেস (INC) – ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল এটি। ১৮৮৫ সালে অ্যালান অক্টাভিয়ান হিউম এই দল প্রতিষ্ঠা করেন। কংগ্রেসের প্রতীক চিহ্ন হাত।
৭) জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (NCP) – ১৯৯৯ সালে এই দল প্রতিষ্ঠা করেন শরদ পাওয়ার ও পি.এ. সাংমা। এই দলের প্রতীক ঘড়ি।
৮) ন্যাশানাল পিপলস পার্টি (NPP) – ২০১৩ সালে এই দল তৈরি করেন পি.এ. সাংমা। এই দলের নেতা কনরাড সাংমা মেঘালয়ের মুখ্যমন্ত্রী। এই দলের প্রতীক বই।