মুক্তির পরপরই অঘটন, অনলাইনে ফাঁস ‘দৃশ‍্যম ২’! বিনামূল‍্যে পাওয়া যাচ্ছে HD কোয়ালিটিতে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সাত বছর পর আবারো সে আসিয়াছে ফিরিয়া। নিজের গোটা পরিবারের সঙ্গে এত বছর পরেও রহস‍্যের রেশ জিইয়ে রেখেছে বিজয় সালগাঁওকর। শুক্রবার ১৮ নভেম্বর মুক্তি পেয়েছে ‘দৃশ‍্যম ২’ (Drishyam 2)। সেই ২০১৫ তে মুক্তি পেয়েছিল ‘দৃশ‍্যম’। অজয় দেবগণ, শ্রিয়া শরণ, তব্বু অভিনীত ছবিটি ব‍্যাপক হিট হয়েছিল। স্বাভাবিক ভাবেই দৃশ‍্যম এর সিক‍্যুয়েল নিয়েও কম উন্মাদনা ছিল না।

কিন্তু ছবি মুক্তি পেতে না পেতেই ঘটে গেল বড়সড় অঘটন। মুক্তি পাওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই অনলাইনে ফাঁস হয়ে গেল দৃশ‍্যম ২। কুখ‍্যাত তামিলরকার্স, মুভিরুলজ, ফিল্মিজিলা, টেলিগ্রাম সহ একাধিক টরেন্ট সাইটে HD কোয়ালিটিতে পাওয়া যাচ্ছে ছবিটি। মুক্তির অব‍্যবহিত পরেই অনলাইনে বিনামূল‍্যে উপলব্ধ হয়ে যাওয়ায় ছবির ব‍্যবসায় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকে।


প্রসঙ্গত, দৃশ‍্যম ছবিটি ছিল আদ‍্যোপান্ত ক্রাইম থ্রিলার ঘরানার। আইজি মীরা দেশমুখের উচ্ছৃঙ্খল ছেলে হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে যায়। সন্দেহ গিয়ে পড়ে সালগাঁওকর পরিবারের উপরে। জানা যায়, বিজয়ের বড় মেয়ের সম্মান নষ্ট করে দেওয়ার হুমকি দেওয়ায় ওই পরিবারই ভুল করে খুন করে ফেলে ছেলেটিকে।

তারপর দেহ এবং প্রমাণ লোপাট আর পুলিসি জেরার হাত থেকে অজয়ের নিজের পরিবারকে রক্ষার গল্পই উঠে এসেছিল দৃশ‍্যম ছবিতে। সিক‍্যুয়েলে দেখা যায়, ফের বিপদ ঘনিয়ে এসেছে সালগাঁওকর পরিবারে। আর এবার বিপদের নাম দুঁদে আইজি তরুণ আহলাওয়াত, যে ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় খান্না।

এখনো পর্যন্ত দর্শক এবং ফিল্ম সমালোচকদের তরফে বেশ ভাল প্রতিক্রিয়া পেয়েছে দৃশ‍্যম ২। ব‍্যবসাও মন্দ হচ্ছে না। তবে অনলাইনে ছবি ফাঁস হয়ে যাওয়ায় বক্স অফিসে কতটা প্রভাব ফেলবে সেটাই দেখার অপেক্ষা।

সম্পর্কিত খবর

X