সোনুর পর এবার ‘সিংঘম’ অবতারে অজয়, নিলেন ৭০০ পরিবারের দায়িত্ব

বাংলাহান্ট ডেস্ক: রিল নয়, এবার রিয়েল লাইফ সিংঘম অবতারে অবতীর্ণ হলেন অজয় দেবগণ (ajay devgan)। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১.১০ কোটি টাকা অনুদান দেওয়ার পর ফের ধারাভির বস্তিতে বসবাসকারী ৭০০ টি পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তিনি। এই কঠিন সময়ে অন‍্যদেরও এগিয়ে আসার জন‍্য আবেদন জানালেন অজয়।
সম্প্রতি নিজের টুইটার হ‍্যান্ডেলে একটি টুইট করে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান অজয়। তিনি লেখেন, ‘কোভিড ১৯ এর এপিসেন্টারে পরিণত হয়েছে ধারাভি। বহু মানুষ এমজিএমের সাহায‍্যে কাজ করে যাচ্ছেন। বহু এনজিও অসহায় মানুষের কাছে রেশন ও নিত‍্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দিচ্ছে। আমরা ৭০০ টি পরিবারকে সাহায‍্য করছি। আপনাদের সকলকে অনুরোধ সাহায‍্যের হাত বাড়িয়ে দিন।’

ajay devgan upcoming movies list
অপরদিকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন‍্য উদয়াস্ত পরিশ্রম করে চলেছেন অভিনেতা সোনু সূদ। পরিযায়ী শ্রমিকদের জন‍্য নিজের খরচায় বাস ভাড়া করে তাদের নিজেদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব‍্যবস্থা করেছেন তিনি। সবটাই সরকারের অনুমতি নিয়েই তিনি করেছেন।

সোনুর প্রশংসা করে টুইট করেন অজয়। তিনি লেখেন, ‘পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন‍্য আপনি যে কাজ করছেন তা সত‍্যিই উদাহরণস্বরূপ। আশা করব আপনি আরও সফলতা পান সোনু।’ তবে এই টুইটের পর ট্রোলের সম্মুখীনও হতে হয় অজয়কে। অনেকেই বলেন, অন‍্যকে না বলে তিনি নিজেও সাহায‍্য করতে পারেন। অজয়ের এই উদ‍্যোগ সেইসব ট্রোলের উচিত জবাব বলেও মনে করছেন অনেকে।

https://twitter.com/ajaydevgn/status/1265142511325995008?s=19

উল্লেখ‍্য, এর আগে ইন্ডাস্ট্রির দৈনিক মজুরির শ্রমিকদের সাহায‍্যার্থে ৫১ লক্ষ টাকার অনুদান দিয়েছেন অজয় দেবগণ। এখনও পর্যন্ত বহু নামজাদা তারকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন। তার মধ‍্যে রয়েছেন অক্ষয় কুমার, প্রভাস রজনীকান্ত, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ান সহ আরও অনেকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর