যে দাউদকে দিয়েছিলেন চ্যালেঞ্জ, সেই কিনলেন ‘ডনে’র সম্পত্তি! নিলামে বিকোলো পৈতৃক ভিটে

বাংলা হান্ট ডেস্ক : ভারতে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) ভয় এখন অনেকটাই কমে এসেছে। গোয়েন্দা এজেন্সি তো বটেই সেই সাথে এই কুখ্যাত সমাজবিরোধীর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে সাধারণ মানুষও। এককালে যার নাম শুনলে ভয়ে থরথর করে কাঁপত সকলে আজ তার সম্পত্তি নিলামে (Auctioned) তোলার জন্য উন্মুখ হয়ে আছে গোটা দেশ।

ইতিমধ্যেই মহারাষ্ট্রের (Maharashtra) রত্নাগিরি জেলার খেদ তালুকা গ্রামে তার মা আমিনা বি-র নামে মোট চারটি সম্পত্তি নিলাম করে ‘স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স (ফরফিচার অব প্রপার্টি) অথরিটি’। শুক্রবার নিলামে দাউদ ইব্রাহিমের দুটি সম্পত্তি কিনেছেন অজয় শ্রীবাস্তব (Ajay Srivastava) নামের এক ব্যক্তি। তিনি প্রায় ২.১ কোটি টাকার বিনিময়ে ১৭০.৯৮ বর্গমিটার জায়গা কিনেছেন। মজার বিষয় হল, এই জমিটির দাম শুরু হয়েছিল মাত্র ১৫৪৪০ টাকা থেকে।

এছাড়াও শ্রীবাস্তব আরও একটি সম্পত্তি কিনেছেন যা নিলামের তালিকায় চার নম্বরে ছিল। তিনি এই জমিটি কেনার জন্য প্রায় ৩.২৮ লক্ষ টাকা খরচ করেছেন। নিলামের শুরুতে এই জমিটির সংরক্ষিত মূল্য রাখা হয়েছিল ১,৫৬,২৭০ টাকা। তবে এটাই প্রথম নয়। এর আগেও দাউদের একাধিক সম্পত্তি কিনেছেন অজয়। মুম্বাইয়ে দাউদের পৈতৃক বাড়িটিও এখন অজয়ের দখলেই।

আরও পড়ুন : ভোটের আগে নাশকতার ছক, চলন্ত ট্রেনে বিধ্বংসী আগুন, মৃত ৫, আহত একাধিক

এর আগে ২০০১ সালে দাউদের কিছু দোকানের জন্য বিড করেছিলেন তিনি। যা নিয়ে আইনি লড়াই এখনও অব্যাহত। সেই সাথে খবর, দাউদ ইব্রাহিমের পৈতৃক বাড়ির সমস্ত কাগজপত্র অজয় শ্রীবাস্তবের হাতে এলেই তিনি সেখানে বিদ্যালয় চালু করবেন। সূত্রের খবর, বিদ্যালয়ের নাম হতে পারে সনাতন বিদ্যালয়। যদিও এই খবরের কোনও পোক্তা প্রমাণ নেই।

আরও পড়ুন : বছর শুরুতেই বড় ধামাকা, আগে রিচার্জ পরে টাকা! Airtel-র নয়া প্ল্যান দেখে ঘুম উড়ল Jio-র

untitled (3)

জেনে অবাক হবেন যে, অজয় শ্রীবাস্তব এমন সময়ে দাউদের বাড়ি কিনেছিলেন যখন অনেকে তার নাম নিতেও ভয় পেতেন। এই প্রসঙ্গে অজয় একবার বলেছিলেন, তার উদ্দেশ্য হল মানুষের মন থেকে দাউদের ভয় দূর করা। তিনি বলেন, সরকার যেমন শিক্ষা, বাড়ি ও গাড়ির জন্য ঋণ দেয়, তেমনি দাউদের সম্পত্তি কেনার জন্য মানুষকে কম সুদে ঋণ দেওয়া উচিত। যাতে দাউদের সাম্রাজ্য সহজেই ধ্বংস করা যাবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর