বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচের এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল। বিশ্বের তৃতীয় বোলার এবং নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে এমনটি করেছেন তিনি। ম্যাচের প্রথম দিনে চার উইকেট এবং দ্বিতীয় দিনে ৬ উইকেট নিয়ে ৩২৫ রানে ভারতকে বেঁধে রাখেন তিনি।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি প্রথমে শুভমান গিলকে নিজের শিকারে পরিণত করেন। এরপর একই ওভারে বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারাকে শূন্য রানে প্যাভিলিয়নে পাঠান তিনি। তারপর আজও কোনও ব্যাটারকে নিজের সামনে টিকতে দেননি তিনি। ১৫০ রান করা ময়ঙ্ক এবং ৫২ রান করা অক্ষর-কেও ফেরত পাঠান তিনিই।
এজাজের কৃতিত্বে সারা বিশ্ব থেকে তাকে অভিনন্দন আসতে শুরু করেছে। পাকিস্তানের বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট নেওয়া ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলেও তাকে অভিনন্দন জানিয়েছেন। কুম্বলে টুইট করে বলেছেন, ‘ক্লাবে স্বাগতম আজাজ প্যাটেল, দুর্দান্ত বোলিং।’
প্রশংসা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। “আমার জন্মস্থানে এমন কীর্তি অর্জন করা দুর্দান্ত,” তিনি টুইট করেছেন। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার সাইমন ডুল এজাজের অর্জনকে ‘অবিশ্বাস্য’ বলেছেন। তাকে অভিনন্দন জানাতে ভুল করেননি একসময় টেস্ট ক্রিকেটে বোলারদের ত্রাস বলে পরিচিত বীরেন্দ্র সেওবাগ-ও।