বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি মরশুমের আইপিএলে (IPL 2023) চেন্নাই সুপার কিংস (CSK) মোটামুটি ভালো ছন্দে রয়েছে। কয়েকটি ম্যাচ তাদেরকে হারতে হয়েছে ঠিকই, কিন্তু হারা ম্যাচগুলোর প্রত্যেকটিতেও তারা শেষ অবধি লড়াই চালিয়ে গিয়েছে। ক্রিকেটপ্রেমীরা বিশ্বাস করেন যে তারা প্লে অফে পৌঁছে যাবে নির্বিঘ্নেই। এর জন্য অনেকেই কৃতিত্ব দিচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নেতৃত্বকে।
চেন্নাই এবার চোটের জন্য নিজেদের বোলিং ডিপার্টমেন্টে বেশ কিছু তারকার অভাবে অনুভব করছে। তাদের অনুপস্থিতিতে তুলনামূলকভাবে অনভিজ্ঞ এবং তরুণ ফাস্ট বোলারদের দিয়ে চেন্নাইয়ের একটি ভদ্রস্থ পেস বোলিং আক্রমণ তৈরি করেছেন ধোনি। সেই জন্য অনেকেই তাকে কৃতিত্ব দিচ্ছেন। কিন্তু পরের বা তার পরের মরশুম থেকে যখন তিনি থাকবেন না তখন এই দলকে নেতৃত্ব দেবেন কে?
এই প্রশ্নের এবার জবাব দিয়েছেন প্রাক্তন পাক ফাস্ট বোলার ওয়াসিম আক্রম। নিজের যুগে সময়ের সেরা বাঁ-হাতি পেসার বা সুলতান অফ সুইং নামে পরিচিত আক্রম মনে করেন না যে সিএসকে ম্যানেজমেন্ট আবার রবীন্দ্র জাদেজার ওপর এই নিয়ে ভরসা করবে। গত মরশুমে অধিনায়কত্ব জাদেজার পারফরম্যান্সে এতটাই প্রভাব ফেলেছিল যে মাঝপথে ফের অধিনায়কত্ব বদল করে ধোনিকে অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছিল টিম ম্যানেজমেন্ট।
ওয়াসিম আক্রম মনে করছেন যে জাদেজার পরিবর্তে আগামী মরশুম থেকে এই দায়িত্ব যদি
অজিঙ্কা রাহানের কাঁধে তুলে দেওয়া হয় তাহলে চেন্নাই সুপার কিংস দলেরই উপকার হবে। কোনও বিদেশী তারকার বদলে ঘরোয়া তারকাদের দায়িত্ব দিলেই এই দলগুলোর বেশি উন্নতি হয় বলে মনে করছেন প্রাক্তন কেকেআর বোলিং কোচ।
এই মরশুমে সুযোগ পাওয়ার পর থেকে ব্যাট হাতে অসাধারণ ছন্দে রয়েছেন রাহানে। ব্যাট হাতে নিয়ে তিনি এমন কিছু শট খেলছেন যা আগে তার তরফ থেকে কল্পনাও করা সম্ভব ছিল না। বেশ কয়েকটি ম্যাচের তার দুর্দান্ত এবং আগ্রাসী ব্যাটিংয়ের জন্য জয় পেয়েছে সিএসকে। ভারতের জাতীয় দলে হোক বা ঘরোয়া ক্রিকেটে নিজের রাজ্যদলের হয়ে, রাহানের অধিনায়কত্বের অভিজ্ঞতার অভাব নেই।