BCCI-এর ভরসার মান রাখেননি! খুব শীঘ্রই ফের ছেঁটে ফেলা হবে এই তারকাকে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (West Indies vs India) পরপর কয়েকটি উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ঠিকই। রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল টসে হেরে ইনিংস ওপেন করতে নেমে ১৩৯ রানের একটি পার্টনারশিপ গড়েন। কিন্তু কালকের দ্বিতীয় সেশনে দুই ওপেনার সহ মোট ৪ উইকেট হারিয়ে ভারত বেশ কিছুটা চাপে পড়ে গিয়েছিল। তবে দিনের শেষে নিজের ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বেঁধে ভারতকে ফের চালকের আসনে বসিয়ে দেন।

প্রথম দিনের শেষে বিরাট কোহলি ৮৭ রানে এবং যাদের যা ৩৫ রানে অপরাজিত রয়েছেন। আগ্রাসী ব্যাটিং করে ৫৪ রান করে আউট হন যশস্বী। রোহিত শর্মা নিজের শতরানের দিকে এগোচ্ছিলেন, কিন্তু আসিদানের ব্যক্তিগত করে তাকে ড্রেসিংরুমে ফেরত পাঠান ওয়ারীকান। তবে কাল শুভমান গিলের পাশাপাশি সবচেয়ে বেশি হতাশ করেছেন অজিঙ্কা রাহানে।

১৮ মাস পরে ভারতীয় টেস্ট দলে ফিরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রশংসাজনক পারফরম্যান্স করেছিলেন রাহানে। অস্ট্রেলিয়ার বোলিং এর বিরুদ্ধে বাকি ভারতীয় ব্যাটাররা ব্যর্থ হলেও তিনি ২ ইনিংসেই প্রশংসাযোগ্য লড়াই করেছিলেন। সেই ফাইনালে ভারতের সেরা খেলোয়াড় ছিলেন তিনিই।

Rahane
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে লড়াকু রাহানে

দলে ফিরলেও ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই তাকে ফের একবার টেস্ট দলের সহ অধিনায়কের দায়িত্ব দেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুই টেস্টেই ব্যাট হাতে চরম হতাশ করলেন রাহানে। এরপর আর বিসিসিআই তার ওপর ভরসা রাখবে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন অনেকেই।

ভারতীয় দল এরপর দীর্ঘদিন টেস্ট ম্যাচ খেলবে না। বছরের শেষে গিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে আবার বৃহত্তম ফরম্যাটে মাঠে নামবে ভারত। সেটাই রাহানের শেষ সুযোগ হবে নিজেকে প্রমাণ করার এমনটা মনে করছেন অনেকেই। তবে এমন পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংসে ভারতকে ব্যাট করতে নামতে হবে না, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এমনটাই আশা করছেন সকলে। সেক্ষেত্রে গতকালের ইনিংসটাই হবে সেই সফরের আগে রাহানের শেষ আন্তর্জাতিক ইনিংস।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর