“ওকে দলে নেবো না”, ভারতকে ICC ট্রফি জেতানো এই তারকার সাথে বড় অন্যায় করলো BCCI

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজকেই সাংবাদিক সম্মেলন করে এশিয়া কাপের (2023 Asia Cup) স্কোয়াড ঘোষণা করেছেন আগারকার (Ajit Agarkar) ও রোহিত শর্মা (Rohit Sharma)। সেই স্কোয়াডে ভারতের টপ অর্ডার সামলানোর দায়িত্বে থাকছে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল ও ঈশান কিষাণের কাঁধে। চারজনকে একসঙ্গে হাত খেলতে দেখা যাবে না কিন্তু এই চারজনের মধ্যে থেকে তিনজনই ভারতের টপ অর্ডারের দায়িত্ব থাকবেন সেই ব্যাপারটা নিশ্চিত।

ফের বাদ শিখর ধাওয়ান:
এই দল ঘোষণা করার পর অনেকেই শিখর ধাওয়ানের প্রসঙ্গ তুলেছিলেন। প্রথমে এশিয়ান গেমসের ভারতীয় স্কোয়াড এবং তারপর এখন এশিয়া কাপের ভারতীয় স্কোয়াড থেকেও তাকে বাইরে রাখা হলো। অথচ বড় টুর্নামেন্টগুলিতে তার রেকর্ড ভারতের জার্সিতে যথেষ্ট ভালো। কেন তাকে বাদ রাখা হয়েছে এবার সেই প্রসঙ্গে মুখ খুলেছেন অজিত আগারকার।

dhawan team india

অজিত আগারকারের বক্তব্য:
ভারতের জার্সিতে ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন ধাওয়ান। তারপর ভারত আর কোনও আইসিসি ট্রফি না জিতলেও তিনি ওই টুর্নামেন্টগুলোতে ভালোই ছন্দে ছিলেন। ২০১৯ বিশ্বকাপের মাঝপথে তিনি চোট পেয়ে ভারতীয় দল ছাড়ায় তাতে ভারতের ক্ষতি হয়েছিল। অনেকেই আশা করেছিলেন যে এবার হয়তো বিশ্বকাপের আগে তাকে নিজেকে প্রমাণের একটা সুযোগ দেওয়া হতে পারে। কিন্তু সেই প্রসঙ্গে আগারকার বলেছেন, “ভারতের জার্সিতে ওর (শিখর ধাওয়ান) পারফরম্যান্স খুব ভালো। কিন্তু এই মুহূর্তে রোহিত, ঈশান আর শুভমানই আমাদের প্রধান ওপেনার।”

কাদের ফেরানো হলো:
এই দলে যেহেতু ১৭ জন রয়েছে তাই বড় কোনও চমক দেখা গেল না। চোট কাটিয়ে সুস্থ হওয়া লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ারের পাশাপাশি আয়ারল্যান্ড সিরিজের অধিনায়কের দায়িত্বে থাকা বুমরা-কেও দলে ফেরানো হয়েছে। কিন্তু অভিজ্ঞ লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল বাদ পড়েছেন স্কোয়াড থেকে।

আরও পড়ুন: চমকে দেওয়া স্কোয়াড ঘোষণা করল BCCI, এশিয়া কাপের ভারতীয় দলে একাধিক চমক

ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর