চাইলে আদালতে যেতে পারেন কিন্তু এখনো ছাড়া যাবে না বললেন অজিত দোভাল

Published On:

অমিত সরকার – কাশ্মীর থেকে 370 ধারা উঠে যাওয়ার পর থেকেই এক অচলা অবস্থা জারি হয়েছিল। অজিত দোভাল নিজহাতে সরোজমিনে সে দায়িত্ব নিয়েছিলেন সেখানকার পরিস্থিতি কে শান্ত রাখার। তারই মাস্টারমাইন্ডের চলেছিল একের পর এক পরিকল্পনা।

শুক্রবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানিয়ে দেন, “যতক্ষণ না আইনশৃঙ্খলা স্বাভাবিক হচ্ছে ততক্ষণ তাঁদের ব্যাপারে অন্য কিছু ভাবা সম্ভব নয়। তাঁরা চাইলে আদালতে যেতে পারেন।”

এ দিন ডোভালে বলেন, “আটক নেতাদের বিরুদ্ধে কোনও মামলা রুজু হয়নি। রাষ্ট্রদ্রোহিতারও অভিযোগ আনা হয়নি। শুধুমাত্র পরিস্থিতির কারণে এই পদক্ষেপ করা হয়েছে।” তাঁর কথায়, যা করা হয়েছে সবটা আইন মেনেই করা হয়েছে। আটক নেতারা চাইলে আদালতে  যেতেই পারেন।

কিন্তু এ দিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, আইনের দরজা সবার জন্য খোলা। যে কেউ চাইলে চ্যালেঞ্জ করতে পারেন। কিন্তু কাশ্মীরে গণতন্ত্র প্রতিষ্ঠায় ক্ষেত্রে গৃহবন্দি নেতাদের এক্ষুণি মুক্তি দেওয়া সম্ভব নয়। তাঁর আশঙ্কা, তাতে যখন যা খুশি হতে পারে।

সম্পর্কিত খবর

X