চাঁদেই খোঁজ মিলল ল্যান্ডার বিক্রমের, যোগাযোগের চেষ্টা ইসরোর

টানা দেড় দিনের অপেক্ষার অবসান হল অবশেষে অরবিটারের ক্যামেরায় ধরা পড়ল চন্দ্রযান টু এর ল্যান্ডার বিক্রমের ছবি৷ অরবিটারের থারমাল ইমেজে ধরা পড়েছে ওই ল্যান্ডারের খবর এমনটাই জানাল ইসরো, আপাতত অক্ষত অবস্থাতেই রয়েছে ল্যান্ডার বিক্রম তাই খুব শীঘ্রই সেটির সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা৷প্রাথমিকভাবে ইসরোর তরফ থেকে জানানো হয়েছে বিক্রমের সঙ্গে রেডিও ফ্রিকোয়েন্সি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যোগাযোগ করা যায়নি তবে অরবিটারের ক্যামেরায় তার ছবি ধরা পড়েছে৷এমনিতেই বিজ্ঞানীরা অরবিটারের মাধ্যমে ল্যান্ডারের খোঁজ পাওয়ার আশায় প্রহর গুনছিলেন, অবশেষে তা সফল হল

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দ্রুতই ইসরোর তরফ থেকে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে এবং দ্রুতই তা সম্ভব হবে বলেও আশাবাদী বিজ্ঞানীরা৷ শনিবার গভীর রাত চন্দ্রপৃষ্ঠের থেকে মাত্র 2.1 কিলোমিটার দূর থেকে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার পর, শেষ পর্যায়টি করা সম্ভব হয়নি৷ কিন্তু এবার আবারও নতুন ইতিহাস রচনার দিকে পা বাড়াতে চলেছে ভারত৷প্রাথমিক ভাবে ল্যান্ডার বিক্রমের অবস্থা সম্পর্কে বিজ্ঞানীরা তেমন কিছু না জানালেও  সেটি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে৷

শনিবার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ইসরোর তরফ থেকেই 14 দিনের মধ্যেই ল্যান্ডার বিক্রমের সন্ধান পাওয়ার সম্ভাবনা জানানো হয়েছিল৷ তবে মাত্র দেড় দিনের মধ্যে, ল্যান্ডার বিক্রমের খোঁজ পাওয়ায় যথেষ্টই আশাবাদী বিজ্ঞান মহল৷এই অভিযানের 95 শতাংশ সফল বলে দাবি করেছিল বিজ্ঞানীরা তবে এবার 100 শতাংশ সফল অভিযানের আশা রাখছে দেশবাসী৷ তা হলে এই প্রথম দেশ হিসেবে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখবে, সেখানেই উড়বে ভারতের তেরঙা পতাকা৷

সম্পর্কিত খবর