মহারাষ্ট্রে মহানাটক অব্য়াহত! বিজেপি সাংসদের সঙ্গে বৈঠক অজিতের

বাংলা হান্ট ডেস্ক :একমাস ধরে মহারাষ্টের নাটক চলছিল গত এক সপ্তাহে তা ভয়াবহ আকার নেয়। এনসিপি ছেড়ে বিজেপিকে সমর্থণ করে উপমুখ্যমন্ত্রীর পদ পেতে না পেতেই অমনি অজিতের ভোলবদল। যদিও মাত্র তিনদিনের জন্য।
তবে তিনদিন পরে এনসিপিতে ফিরে এসে শিবসেনার সঙ্গে জোট সরকার গঠন করে বিধায়ক হিসেবে শপথ নিলেও যে জল্পনা ও যবনিকা পতন হয়েছে এমনটা নয়।

ajitpawar 1200 1
NCP Ajit Pawar reaches Y.B.Chavan hall in Mumbai for NCP meeting on Tuesday.
Express Photo by Amit Chakravarty 12-11-19, Mumbai

তাই শনিবার মহারাষ্ট্রে আস্থা ভোটের মাত্র কয়েকঘন্টা আগেবিজেপি সাংসদ প্রতাপ রাওয়ের সঙ্গে বৈঠক করলেন অজিত পাওয়ার। যা আবার মহারাষ্ট্রে আরও এক নতুন নাটকের সৃষ্টি করেছে। যদিও সৌজন্য় মূলক সাক্ষাত বলে দায় সেরেছে অজিত পাওয়ার। তবে আবারও কি আস্থা ভোটের আগে নতুন কিছু ঘটতে চলেছে এমন প্রশ্নও ঘোরাফেরা করছে না এমনটা কিন্তু নয়।

যেহেতু আর মাত্র কয়েকঘন্টার মধ্যেই শক্তি প্রদর্শণ করতে হবে জোট সরকারকে তাই আগে থেকেই প্রস্তুতিও সাড়া হয়েছে। কিন্তু এতেও যেন সব মিটে গেছে এমনটা বলতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ আস্থা ভোট এখনও বাকি।

উল্লেখ্য, বৃহস্পতিবার মহারাষ্ট্রের মসনদে বসেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। শপথ নিয়েই একাধিক জনকল্য়ানমুখী প্রকল্প শুরু করার কথাও ঘোষনা করেছেন। ইতিমধ্য়েই মুম্বাই মেট্রো সম্প্রসারনের জন্য় গাছের পাতা কাটা যাবে না বলে নির্দেশ দেন উদ্ধব ঠাকরে।

ad

সম্পর্কিত খবর