বাংলাহান্ট ডেস্ক : প্রবল গরমে হাসফাস রাজ্যবাসী। অক্ষরেখার পরিবর্তনের ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে বাংলায়। যার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গের। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা জনিত অস্বস্তিও। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও কেবল মেঘাচ্ছন্নই থাকছে কলকাতার আকাশ। তবে আগামী ৩ দিনে তাপমাত্রা পরিবর্তনের সেইরকম সম্ভাবনা নেই। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৫° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৯২%
বাতাস : ১৬.৭ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৮%
আজকের আবহাওয়া
সোমবার দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, পরিষ্কার থাকবে শহর কলকাতার আকাশ। আপাতত দক্ষিণবঙ্গবাসীর জন্য কোনও স্বস্তির বাণী শোনাতে পারেনি আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। আগামী ৫ দিন তাপমাত্রার সেরকম বড় কোনও তারতম্য হবে না রাজ্য জুড়ে। তবে আপেক্ষিক আর্দ্রতার কারণে তুঙ্গে থাকবে অস্বস্তি। এদিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৫° এবং ২৭° সেলসিয়াস।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
অক্ষরেখার অবস্থান পরিবর্তনের জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকেছে উত্তরবঙ্গে। ফলে আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আজ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। ৩০ মার্চের মধ্যে বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের সবকটি জেলা। তবে আপাতত তাপমাত্রার খুব একটা পরিবর্তন হচ্ছে না। আগামী ৫ দিন মোটামুটি একই থাকছে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা।
উত্তরবঙ্গে স্বস্তি মিললেও আপাতত দক্ষিণবঙ্গবাসীর জন্য কোনও স্বস্তির খবর দিতে পারেনি আবহাওয়া দপ্তর। ফলে আগামী ৫ দিন বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গের কোনও জেলায়। তবে ববঙ্গোপসাগর থেকে ঢুকে পড়া জলীয় বাষ্পের কারণে বাড়বে প্যাচপ্যাচে গরম এবং অস্বস্তি। একই সঙ্গে আকাশ মেঘমুক্ত থাকায় অনুভূত হব তাপমাত্রাও। আপাতত এখন দক্ষিণবঙ্গে যা পরিস্থিতি তাতে একমাত্র কালবৈশাখীই ক্ষণিকের জন্য আরামের পরশ দিতে পারে দক্ষিণবঙ্গবাসীদের। আগামী ৫ দিন তেমন বড় কোনও পরিবর্তন নেই তাপমাত্রায়।
আগামী কালের আবহাওয়া
আগামীকাল অংশত মেঘলা থাকবে কিছু কিছু এলাকার আকাশ। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। আজকের চেয়ে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমলেও বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৩° এবং ২৮° সেলসিয়াস।