বাংলাহান্ট ডেস্ক : শক্তি হারিয়ে অন্ধ্র উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে অশনি। সেই প্রভাবে এবার বদলাবে বাংলার আবহাওয়া। দক্ষিণবঙ্গে যে পরিমাণ বৃষ্টির পূর্বাভাস ছিল তা হয়নি। এবার দক্ষিণের বদলে উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। ভারী বৃষ্টি হলেও উত্তরবঙ্গেও পরিবর্তন হবে তাপমাত্রা।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৯°সেলসিয়াস
আর্দ্রতা : ৮৬%
বাতাস : ১১.১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ১০০%
আজকের আবহাওয়া
আজ সকালে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ক্রমাগত শক্তি হারাচ্ছে অশনি। ফলে তাকে নিয়ে চিন্তা কাটলেও আপতত রক্তচক্ষু দেখাচ্ছে অশনির যমজ ঘূর্ণিঝড় করিম। টাইপ টু হারিকেনে পরিণত হয়ে দক্ষিন ভারত মহাসাগরে অবস্থান করছে এটি। করিমের গতিপথ সম্পর্কে এখনই কিছু জানাচ্ছেন না আবহবিদরা। তবে অশনি গভীর নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়তে চলেছে বাংলায়। আজ সকালের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শুক্রবারও মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। তবে আগামী ২৪ ঘন্টায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেকটাই বেড়েছে শহরের তাপমাত্রা। আপতত তা কমার কোনও পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
অশনির প্রভাবে দক্ষিণ বঙ্গের পরিবর্তে উত্তরবঙ্গের জন্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। আজ সকালে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৪ তারিখ থেকে বৃষ্টির পরিমান আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস থাকলেও হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী দুদিন একই থাকবে উত্তরবঙ্গের আবহাওয়ায়। তবে তারপর দক্ষিণ বঙ্গের মতই বেশ কয়েক ডিগ্রি বাড়বে তাপমাত্রাও।
অন্যদিকে আবার অস্বস্তিকর গরম ফিরছে দক্ষিণবঙ্গে। গত দিন তিনেক মেঘলা আকাশের সঙ্গেই বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়। সেই বৃষ্টির কারণেও বেশ কিছুটা কমেছে দক্ষিণবঙ্গের পারদ। কিন্তু আবারও বাড়বে তাপমাত্রা। প্রায় বেশ কয়েক ডিগ্রি বাড়বে তা। বাড়তে চলেছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও। আজ সকালে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বৃষ্টির কমার ফলে শুকনো থাকবে বেশ কিছু এলাকা। তবে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিজাবাদ, নদিয়া জেলায় ১৪ মে শনিবার সকালের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর।
আগামী কালের আবহাওয়া
আগামীকাল মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। ঘূর্ণাবর্তের জেরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৫° সেলসিয়াস এবং ৩০° সেলসিয়াস।