বদলাচ্ছে আবহাওয়া, বৃষ্টিতে ভিজবে বাংলার এই কয়েকটি জেলা: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক : আজ থেকেই রাজ্যে বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে রবিবার সব জেলায় হবে না বৃষ্টি। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে গোতা বাংলায় নয় ভিজবে উত্তর ও দক্ষিণ বঙ্গের মোট ১৪টি জেলা। যদিও সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা রাজ্যেই। শীত না বাড়লেও যে সমস্ত জায়গায় বৃষ্টি হবে সেখানে সামান্য কমবে তাপমাত্রা। বাকি জেলাগুলিতে আজ অবধি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :২৯° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৩%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৯৭%

আজকের আবহাওয়া
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আজ থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। জানানো হয়েছিল গোটা রাজ্য জুড়েই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে চলেছে। কিন্তু বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া আজ গোটা রাজ্যের বদলে বৃষ্টি হবে মাত্র ১৪টি জেলায়। রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮° সেলসিয়াস। যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে না সেখানে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, রবিবার বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলায়। শুকনো থাকবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির আবহাওয়া। ২১ তারিখ সোমবার হিমালয় পাদদেশ সংলগ্ন পাঁচটি জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। আগামী কয়েকদিন তাপমাত্রা কোনো বড় পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

শনিবার বিকেলে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ ২০ তারিখ শুকনো থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে সোমবার শুধুমাত্র উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন মোটামুটি অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা। ২১ তারিখ সোমবার সকাল থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হলেও ঘূর্নাবর্তের বেশি প্রভাব থাকবে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতাতে। হালকা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং নদীয়াতেও। আগামী ৫ দিন মোটামুটি একই থাকবে তাপমাত্রা।

আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭° সেলসিয়াস। বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর