দক্ষিণবঙ্গে জারি তাপপ্রবাহের হলুদ সতর্কতা, কবে থেকে হবে বৃষ্টি ?

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য জুড়ে চলছে দাবদাহ। রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই গরমের বলি একধিক। কিন্তু আপাতত এই গরমের হাত থেকে স্বস্তির সেরকম কোনও খবর শোনাতে পারেনি আবহাওয়া দপ্তর। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির আভাস থাকলেও আপাতত আগামী ২ দিন স্বস্তি নেই দক্ষিণবঙ্গে। গরমের জন্য রাজ্যবাসীকে সকাল ১১ টা থেকে বিকেল ৪ টের মধ্যে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৯° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮°সেলসিয়াস
আর্দ্রতা : ৯৭%
বাতাস :  ২২.২কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৩৫%

আজকের আবহাওয়া
মঙ্গলবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, বুধবার পরিষ্কার থাকবে শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে। কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতার কারণে তুঙ্গে থাকবে অস্বস্তি। আপাতত কোনও রকম স্বস্তির আভাস না থাকলেও শনিবার থেকে পরিস্থিতির বেশ কিছুটা পরিবর্তন হতে পারে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। শনিবার থেকে কলকাতার আকাশে মেঘের দেখা মিলতে পারে যার জেরে বেশ কিছুটা ককতে পারে শহরের গরম।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি ৩ জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৫ দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হচ্ছে না উত্তরবঙ্গে। যদিও এদিনও উএকইত্তরবঙ্গের দুই জেলা মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।

তাপপ্রবাহ অব্যাহত দক্ষিণবঙ্গের। ভয়াবহ গরম এখনই কমার কোনও ইঙ্গিত নেই আবহাওয়া দপ্তরের কাছে। যদিও আপাতত কোথাও বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তন হতে পারে। শনিবার বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য ২৯ এপ্রিল শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের কারণে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

আগামী কালের আবহাওয়া
আগামীকাল মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টি হতে পারে কলকাতার আশেপাশের কয়েকটি জায়গায়। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। দক্ষিনবঙ্গের কয়েকটি জেলাতেও হতে পারে বৃষ্টি। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৮ এবং ২৮° সেলসিয়াস।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর