বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে আবারও বইছে উত্তরে হাওয়া ফলে গতকাল থেকেই নামতে শুরু করেছে তাপমাত্রা। এদিনও জারি থাকবে সেই অবস্থাই। সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গেই সঙ্গী হবে রোদ ঝলমলে আকাশ। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা যে আরও কিছুটা কমবে তাপমাত্রা এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :২৬° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৫%
বাতাস : ৬.৬ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৯০%
আজকের আবহাওয়া
গত কয়েকদিন ধরেই নিম্নমুখী রাজ্যের উষ্ণতার পারদ। কমেছে বৃষ্টিও। রবিবার সকালে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে। ছুটির দিনে রোদঝলমলে দিন পাবে রাজ্যবাসী। উন্নতি হবে পাহাড়ের আবহাওয়ারও। রৌদ্রজ্বল থাকবে পাহাড়ের আকাশ। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬° সেলসিয়াস এবং ১৫° সেলসিয়াস।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
দীর্ঘদিন ধরেই মেঘ -বৃষ্টির লুকোচুরির পর অবশেষে আবহাওয়ার উন্নতি ঘটেছে উত্তরবঙ্গের। আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী কাল অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি অবধি পরিষ্কার থাকবে উত্তরবঙ্গের সবকটি জেলার আকাশ। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তারপর ৩ দিন সেরকম কোনো পরিবর্তন হবে না আবহাওয়ায়। আগামীকাল থেকে দিন তিনেক রাতের তাপমাত্রা কিছুটা পরিবর্তন হলেও পরিবর্তিত হবে না দিনের তাপমাত্রা। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে মাঝারি থেকে গভীর কুয়াশা থাকতে পারে।
আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী ১৪ তারিখ অবধি শুকনো থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আকাশও থাকবে রৌদ্রজ্বল। বেশ কিছুটা কমতে চলেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আবারও ঝঞ্ঝার প্রভাবে বাড়বে শীত। তবে আগামী ২-৩ দিন আবহাওয়ায় সেরকম কোনো বড় বদলের সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা কিছুটা কমলেও মোটামুটি অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা। সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকা থাকবে গাঙ্গেয় দক্ষিনবঙ্গের বেশ কিছু জেলা।
আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪° সেলসিয়াস। সকালের দিকে হালকা কুয়াশাছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যাবে আবহাওয়া। চমৎকার রৌদ্রজ্বল একটি দিন ভালোবাসা দিবসকে আরও উজ্জ্বল করে তুলবে।