বাংলাহান্ট ডেস্ক : জ্যোতিষ শাস্ত্রের অন্যতম এক অঙ্গ হল রাশিফল (Ajker Rashifal)। প্রতিটি রাশির মানুষের ক্ষেত্রে গোটা দিনটা জুড়ে কী অপেক্ষা করে রয়েছে তার আভাস দিতে পারে রাশিফল। তাই অনেকেই দিনের শুরুতেই চোখ রাখেন রাশিফলের দিকে। বড় কোনও সুখবর, সম্ভাবনা বা আসন্ন বিপদ থেকেও সচেতন হওয়া যায় রাশিফল জানা থাকলে। তাই আজকের রাশিফলের দিকে চোখ বুলিয়েই শুরু করুন আজকের দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: আজ অর্থের গুরুত্ব বুঝতে সক্ষম হবেন। সৃজনশীল শখের জন্য আজ চাপমুক্ত থাকবেন। প্রেমিকা কোনও দাবি করলেও আজ পূরণ করতে পারবেন না। জরুরি কাজের জন্য আজ ফাঁকা সময় নাও পেতে পারেন। বৈবাহিক জীবন সুখে কাটবে।
প্রতিকার :- পারিবারিক জীবনে সুখ বজায় রাখতে গৃহদেবতাকে রোজ হলুদ ফুল দিন।
বৃষভ রাশি: কোনও আর্থিক পরামর্শ পেতে পারেন আজ। নতুন বন্ধু বানাতে পারেন আজ। কাজের পরিবর্তনের জেরে মানসিক শান্তি পাবেন। খরচের জেরে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের ক্ষতি হতে পারে।
প্রতিকার :- প্রেম জীবন ভালো করতে বহমান জলে তামার কয়েন ফেলতে পারেন।
মিথুন রাশি: আর্থিক কারণে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। পরিবারের পাশাপাশি বন্ধুবান্ধবদের কাছ থেকেও আজ সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে আজ সবকিছু ভালো হবে। আচমকা কোনও সিদ্ধান্ত নেবেন না।
প্রতিকার :- পরিষ্কার পরিছন্ন থাকলে এবং রোজ স্নান করলে আর্থিক উন্নতি হবে।
কর্কট রাশি: আপনার ভদ্র ব্যবহার প্রশংসা পাবে। আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। বন্ধুদের সঙ্গে আজ ফাঁকা সময় কাটাতে পারেন। কর্মক্ষেত্রে আজ ভাল ফল করবেন। সহকর্মীরা প্রশংসা করবে। ব্যবসায়েও ভালো ফল রয়েছে। দিনটি সৃজনশীল ভাবে কাটবে।
প্রতিকার :- একমুখী রুদ্রাক্ষকে সাদা সুতোয় বেঁধে পরলে আর্থিক লাভ হবে।
সিংহ রাশি: সাম্প্রতিক ঘটনার জন্য মানসিক শান্তি বিঘ্নিত হবে। কোনও স্কিমে বিনিয়োগের আগে সজাগ থাকুন। নতুন পরিকল্পনার বিষয়ে বাবা মায়ের সমর্থন পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনও সফর লাভজনক হবে।
প্রতিকার :- প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করার আগে মুখে এলাচ রাখুন। প্রেমে উন্নতি হবে।
কন্যা রাশি: বদ অভ্যাসের কারণে খারাপ প্রভাব পড়তে পারে। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে কোনও হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আত্মীয়রা কোনও অপ্রত্যাশিত সাহায্য চাইতে পারে যাতে বিরক্ত বোধ করতে পারেন। আজ মদ সিগারেট থেকে দূরে থাকা দরকার।
প্রতিকার :- একটি কালো ঘোড়ার খুরের তৈরি রিং পরিধান করুন। এতে স্বাস্থ্য ভালো হবে।
তুলা রাশি: বেপরোয়া আচরণের কারণে প্রিয়জনেরা বিরক্ত হতে পারে। বর্ষীয়ান সদস্যদের থেকে আর্থিক পরামর্শ পেতে পারেন। প্রেমের জন্য দিনটি যথেষ্ট জটিল। নতুন উপার্জন বাড়বে। জীবনসঙ্গীর শরীর খারাপ হতে পারে। কোনও অপ্রত্যাশিত অতিথি আসতে পারে আজ।
প্রতিকার :- গরুকে সবুজ মিলেট খেতে দিলে তাতে স্বাস্থ্য ভালো হবে।
বৃশ্চিক রাশি: ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে আইনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এতে খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে আজ ভালো খবর পেতে পারেন। নিজের জন্য ফাঁকা সময় পাবেন। পুরনো স্মৃতি বয়ে নিয়ে আসতে পারে কোনও বন্ধু।
প্রতিকার :- পরিবারে শান্তির জন্য পুরুষরা কপালে লাল তিলক এবং মহিলারা লাল সিঁদুর লাগান।
ধনু রাশি: ঈর্ষাপরায়ণতা পরিপোষক জটিল করে তুলতে পারে। আর্থিক উন্নতি হবে। তবে স্ত্রীর স্বাস্হ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে। বিদেশী বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রত্যাশিত ফল পাবেন। কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। বৈবাহিক জীবনে একটি ভালো পরিবর্তন আনতে পারবেন।
প্রতিকার :- সকালে উঠে পিতা অথবা গুরুকে প্রণাম করুন। এতে পরিবারে সুখ বজায় থাকবে।
মকর রাশি: কিছু্ মতপার্থক্যের জেরে মন অশান্ত হতে পারে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা আজকের জন্য লাভজনক। দূরসম্পর্কের আত্মীয়ের কোনও ভালো খবর পরিবারে আনন্দ আনবে। কোনও স্বল্পমেয়াদী কর্মসূচিতে সময় দিন। সম্পর্ককে আজ গুরুত্ব দিন।
প্রতিকার :- বিছানার চার কোনায় তামার পেরেক লাগালে স্বাস্থ্য ভালো হবে।
কুম্ভ রাশি: যোগধ্যান দিয়ে দিনটি শুরু করুন। আর্থিক বিনিয়োগের দিকে নজর দিন। প্রেমের ক্ষেত্রে দিনটি মিশ্র ভাবে কাটবে। দীর্ঘদিনের কোনও পরিকল্পনা আজ বিলম্বিত হতে পারে। বিবাহিত জীবনের সেরা দিন হবে আজ।
প্রতিকার :- ওম শ্রাম শ্রীম শ্রম সাঃ কেতাবে নমঃ – মন্ত্রটি দিনে ১১ বার জপ করলে আর্থিক উন্নতি হবে।
মীন রাশি: ধূমপান ছাড়ুন, এতে একাধিক উন্নতি হবে। আর্থিক ক্ষতির জেরে কাজে বাধা আসতে পারে। কোনও অসুস্থ আত্মীয়ের সঙ্গে আজ দেখা করুন। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যদের প্রয়োজন বুঝুন। বিবাহিতদের ক্ষেত্রে আজকের দিনটি উজ্জ্বল হতে চলেছে।
প্রতিকার :- কর্ম ক্ষেত্রে সাফল্যের জন্য সবুজ দূর্বা ঘাস, সবুজ গাছের কান্ড ও মিষ্টি তুলসী পাতা বাড়িতে রাখুন।