আজকের রাশিফল ২২ অগাস্ট, এই রাশির কর্মক্ষেত্রে উন্নতি আজ কেউ রুখতে পারবে না

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : জ্যোতিষ শাস্ত্রের অন্যতম এক অঙ্গ হল রাশিফল (Ajker Rashifal)। প্রতিটি রাশির মানুষের ক্ষেত্রে গোটা দিনটা জুড়ে কী অপেক্ষা করে রয়েছে তার আভাস দিতে পারে রাশিফল। তাই অনেকেই দিনের শুরুতেই চোখ রাখেন রাশিফলের দিকে। বড় কোনও সুখবর, সম্ভাবনা বা আসন্ন বিপদ থেকেও সচেতন হওয়া যায় রাশিফল জানা থাকলে। তাই আজকের রাশিফলের দিকে চোখ বুলিয়েই শুরু করুন আজকের দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: কাউকে ঋণ দেওয়া থেকে বিরত থাকুন। নয়তো অর্থ আটকে যেতে পারে। কন্যার অসুস্থতা চিন্তায় ফেলতে পারে। অনেকদিন ধরে কর্মক্ষেত্রে পরিশ্রম করলে আজকের দিনটি সুফল পাব। সময়ের গুরুত্ব আজ উপলব্ধি করতে পারবেন।

প্রতিকার :- সাদা খরগোশকে খাবার খাওয়ালে আর্থিক পরিস্থিতি ভালো হবে।

বৃষভ রাশি: নিজেকে আরও আশাবাদী করে তুলুন। জমি সংক্রান্ত কোনও বিষয়ে অর্থব্যয় হতে পারে। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে কোনও পরিকল্পনা করতে পারেন। করবেন। কর্মক্ষেত্রে সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে।

প্রতিকার :- প্রেম জীবন সুন্দর করতে প্রতিদিন মধু খান।

মিথুন রাশি: প্রবীণ ব্যক্তিরা স্বাস্থ্যের দিকে নজর দিন। যৌথ ব্যবসায় বিনিয়োগ থেকে বিরত থাকুন। কর্মক্ষেত্রে অধস্তনদের জন্য বিচলিত হতে পারেন। খালি সময়ের সঠিক ব্যবহার করবেন আজ।

প্রতিকার :- অশ্বথ গাছে জল দিলে এবং তার পরিক্রমণ করলে স্বাস্থ্য ভালো হবে।

কর্কট রাশি: ধ্যান যোগের দিকে মনোনিবেশ করুন। আর্থিক দিকগুলি নিয়ে সচেতন হন। স্ত্রীর স্বাস্থ্য দুশ্চিন্তায় ফেলতে পারে। অনিচ্ছা সত্ত্বেও আজ কোথাও যাত্রা করতে হতে পারে। স্ত্রীর উদ্যোগে মন ভালো হবে।

প্রতিকার :- আর্থিক পরিস্থিতি উন্নত করতে সাদা খরগোশকে খাবার দিন।

সিংহ রাশি: মূল্যবান কোনও জিনিস আজ খোয়া যাওয়ার আশঙ্কা রয়েছে। বাস্তবসম্মত মনোভাব রাখার চেষ্টা করুন। ​​কঠোর পরিশ্রম আজ ফলদায়ক হতে পারে। বিনা কারণে কারোর সঙ্গে বিবাদ হতে পারে। যার জন্য মেজাজ খারাপ হবে।

প্রতিকার :- দরিদ্র ও অভাবী শিশুদের খেলনা দান করলে আর্থিক উন্নতি হবে।

কন্যা রাশি: আজ নিজের পছন্দের জিনিস নিয়ে মেতে থাকবেন। সন্তানের স্বাস্থ্যের পেছনে অর্থ খরচের সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত সমস্যা প্রকাশ্যে না আনাই ভালো। কর্মক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করতে হবে। প্রেমে আঘাত পেতে পারেন। জীবনসঙ্গিনীর থেকে কোনও বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন।

প্রতিকার :- লকারে অল্প বাসমতি চাল ও রুপো রাখলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

তুলা রাশি: স্বাস্থ্য আজ ভালো থাকবে। কোথাও বেড়াতে গেলে আর্থিক ক্ষতি হতে পারে। কোনও নতুন পরিকল্পনার ব্যাপারে দুবার চিন্তা ভাবনা করুন। ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে বিবাদ হতে পারে। স্ত্রীর কোনও কাজে প্রথমে অসন্তুষ্ট হলেও পরে সত্যি উপলব্ধি করবেন।

প্রতিকার :- পকেটে একটি সুগন্ধি রুমাল রাখলে প্রেম জীবনে উন্নতি হবে।

বৃশ্চিক রাশি: প্রতিবেশীকে ঋণ দেওয়া থেকে বিরত থাকুন। কোনও পড়ে থাকআ কাজের জন্য সময় নষ্ট হতে পারে। জীবনসঙ্গিনীর জন্য কোনও সারপ্রাইজ পরিকল্পনা করতে পারেন আজ। সৃজনশীলতার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন। জীবনসঙ্গিনীর জন্য আজ গর্ববোধ করবেন।

প্রতিকার :- নিয়মিত শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত হবে।

ধনু রাশি: কোনও প্রবীণ ব্যক্তির থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। পরিবারের জন্য কোনও সুখবর আসতে পারে। প্রেম জীবন আজ দারুণ কাটবে। দ্রুত কাজ শেষ করে বাড়ি ফিরতে পারবেন আজ। বিবাহিত জীবনের প্রকৃত সত্য আজ উপলব্ধি করবেন।

প্রতিকার :- কালো পারের সাদা ধুতি কোনো সন্ন্যাসীকে দান করলে আর্থিক লাভ হবে।

মকর রাশি: আজ অর্থ উপার্জনের প্রচুর সুযোগ পাবেন। বন্ধুত্ব হারানো থেকে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে সবকিছু আপনার পক্ষেই থাকবে। তাই মেজাজ ভালো থাকবে। নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। কোনও আত্মীয়ের জন্য বৈবাহিক জীবনে অশান্তি আসতে পারে।

প্রতিকার :- আর্থিক ভাবে দুর্বল কোনও কন্যাকে পায়েস প্রদান করলে আর্থিক উন্নতি হবে।

কুম্ভ রাশি: দানশীল মনোভাবের জন্য আজ সুফল পাবেন। পুরনো সম্পর্কগুলি পুনরুজ্জীবিত করার জন্য দিনটি ভালো। কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে চেষ্টা করলে আজ ভালো ফল পাবেন। স্ত্রীর সঙ্গে আজ শ্রেষ্ঠ দিনটি কাটাতে পারেন। মোটের উপর আজকের দিনটি শুভ হতে চলেছে।

প্রতিকার :- কর্ম বা ব্যবসায় দ্রুত উন্নতির জন্য মা এবং মাতৃস্থানীয়দের সম্মান করুন।

মীন রাশি: জমি সংক্রান্ত ক্রয় বিক্রয়ের জন্য দিনটি লাভজনক। দিনটির শেষভাগে কোনও সুসংবাদ আসতে পারে। কোনও আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে।

প্রতিকার :- দুধ ও চাল দিয়ে সোনা বা রুপোর দ্রব্য কে ধুয়ে তা মাটির নিচে পুঁতে দিন এবং সেই দুধ ও চাল কোনো গাছের গোড়ায় ঢেলে দিলে স্বাস্থ্য ভালো হবে।