আজকের রাশিফল ৭ জুলাই বৃহস্পতিবার, আজ ভুলেও করবেন না এই কাজগুলি

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি:

মেষ রাশি: আজকের দিনটি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে ভালো প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন। দিনের শেষ ভাগে কোনো পুরোনো বন্ধুর সাথে দেখা হতে পারে। আপনার ঝগড়ুটে আচরণ নিয়ন্ত্রণে রাখুন। আজ আপনি আপনার শৈশবের কোনো স্মৃতি রোমন্থন করতে পারেন। কোনো বিষয়ে স্ত্রীর পরিবারের সদস্যদের বাধার ফলে আপনার দিনটা একটু খারাপ হতে পারে। আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন। স্ত্রীর সাথে খরচ নিয়ে মনোমালিন্য হতে পারে।

বৃষ রাশি: আজ আপনি প্রেমে পড়তে পারেন। ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তাঁরা কোনো আকষ্মিক মুনাফা বা অভাবনীয় লাভের সম্মুখীন হতে পারেন। অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না। যে ব্যবসায়ীরা কাজের জন্য বাড়ি থেকে বেরোচ্ছেন তাঁরা টাকা-পয়সা সামলে রাখুন। আজকে আপনি আপনার অবসর সময়ের সঠিক ব্যবহার করে কিছু পুরোনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন। আজ আপনার সঙ্গী একটি অবিশ্বাস্য ভাল মেজাজে থাকবেন। বিবাহিতদের জন্য নিঃসন্দেহে ভালো দিন।

মিথুন রাশি: যাঁরা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত রয়েছেন তাঁরা আজ তাঁদের সৃষ্টি উচ্চস্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন। আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়ামূলক কার্যকলাপ উপভোগ করতে পারেন। আজ আপনার কোনো প্রি়য়জন প্রতিশ্রুতি চাইতে পারেন। তবে, এমন প্রতিশ্রুতি দেবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে। আজ অবসর সময়ে কোনো বই পড়তে পারেন। জীবনসঙ্গীর সাথে কোনো বিষয় নিয়ে মতবিরোধ হলেও সময় ভালো কাটবে।

কর্কট রাশি: ব্যবসা সম্পর্কিত কথা অপরিচিতদের সাথে ভাগ করবেন না। আজ কোনো আবেগের কারণে আপনি উত্তেজিত থাকতে পারেন। বাচ্চাদের সাথে সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো পুরোনো বিনিয়োগ দ্বারা আজ আপনি লাভজনক রিটার্ন পাবেন। আজ আপনি কোনো কারণবশত নিজের কৈশোরের কথা মনে করতে পারেন। সময়ের মূল্য বুঝতে শিখুন। তাই, সময় নষ্ট না করে সেটিকে কাজে লাগান।

সিংহ রাশি: আজ আপনার মনে ইতিবাচক পরিবর্তন আসবে। বাড়তি টাকাপয়সা উপার্জনের ক্ষেত্রে কোনো নিরাপদ আর্থিক পরিকল্পনায় বিনিয়োগ করুন। অবসর সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনি ভিড় থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন। সন্দেহপ্রবণ মানসিকতা ত্যাগ করুন। আজ খুব সহজেই আপনি অন্যদের চোখে আকৃষ্ট হতে পারেন। আপনার জীবনসঙ্গীর সৌন্দর্যে আপনি মুগ্ধ হবেন।

কন্যা রাশি: আজ আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন। আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন। আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে আজ খরচ হতে পারে। আজ আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন। আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবেন। কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন। বিবাহিতদের জন্য ভালো দিন।

তুলা রাশি: সামাজিক অনুষ্ঠানগুলিতে আজ প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে। আজ নিশ্চিন্তে জমিজমার ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন। সন্তানদের সৌজন্যে আজ আপনার কোনো উদ্বেগ কমবে। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। স্ত্রীর সাথে ভালো সময় কাটবে। প্রেমের জন্য ভালো দিন।

বৃশ্চিক রাশি: আজ আপনি আপনার কর্মক্ষেত্রে অভিনন্দন পেতে পারেন। আজ আপনার কোনো অস্থাবর সম্পত্তি চুরি হতে পারে। তাই, সতর্ক থাকুন। কোনো বয়স্ক আত্মীয় আজ অদ্ভুত কোনো চাহিদার কথা জানাবেন। প্রেমের সম্পর্কে ছোটখাটো তিক্ততার কথা ভুলে যান। আপনার অসুস্থতা নিয়ে আলোচনা করা এড়িয়ে চলুন। পাশাপাশি, অসুস্থতা থেকে আপনার মনোযোগ সরানোর জন্য নিজেকে কোনো কাজে নিযুক্ত করুন। আজ আপনি অবসর সময়ে ভিড় এড়িয়ে একাকী সময় কাটাতে পছন্দ করবেন।

ধনু রাশি: আজ কল্পনার জগৎ থেকে নেমে এসে বাস্তববাদী হন। মন ভালো রাখতে বন্ধুদের সাথে সময় কাটান। আপনার অসুস্থতা নিয়ে আলোচনা করা এড়িয়ে চলুন। পাশাপাশি, অসুস্থতা থেকে আপনার মনোযোগ সরানোর জন্য নিজেকে কোনো কাজে নিযুক্ত করুন। কর্মক্ষেত্রে আজ আপনার অত্যন্ত ভালো দিন কাটবে। বিবাহিত হলে স্ত্রী এবং সন্তানদের অবশ্যই সময় দিন। বন্ধুদের সাথে সন্ধ্যেনাগাদ বেরিয়ে তাৎক্ষণিক প্রেমের সম্মুখীন হতে পারেন। বিবাহিতদের জন্য আজ সেরা দিন।

মকর রাশি: আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে। তাই, এই সময়টিকে কাজে লাগান। আজ স্বাস্থ্যের সমস্যার জন্য আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীরা আজ দুর্দান্ত লাভের সম্মুখীন হবেন। আজ শরীরচর্চা করার কথা ভাবলেও তা সময়ের অভাবে করতে পারবেন না। প্রেমিকার সাথে ভালো আচরণ করুন। স্ত্রীর কোনো মিথ্যে কথায় আজ হতাশ হতে পারেন।

কুম্ভ রাশি: আজ ইন্টারভিউয়ের পক্ষে ভালো দিন। তাই, নিজের ওপর বিশ্বাস রাখুন। আজ দিনটিকে উপভোগ করতে পারবেন। আজ কাউকে ঋণ দেওয়ার চেষ্টা করবেন না। যদি দিতেই হয় সেক্ষেত্রে লিখিত প্রমাণ রাখুন। আজকে আপনি অফিস থেকে বাড়িতে আসার পর নিজের পছন্দের কোনো কাজ করতে পারেন। এতে আপনার মন ভালো থাকবে। যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে উপহার দেওয়ার ক্ষেত্রে অথবা তাদের কাছ থেকে উপহার নেওয়ার পক্ষে শুভ দিন। জীবনসঙ্গীর সাথে আজ দারুণ সময় কাটবে।

মীন রাশি: বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে আজ ভালো সময়। আপনার ভদ্র ব্যবহার সর্বত্র প্রশংসা পাবে। পাশাপাশি, অনেকে আপনার সামনেই প্রশংসা করবেন। কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলি গুছিয়ে রাখুন। কারণ এগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত, মানিব্যাগটি সামলে রাখুন। কর্মক্ষেত্রে পূর্বের কোনো অসম্পূর্ণ কাজের জন্য সমস্যায় পড়তে পারেন। আজ অবসর সময়েও অফিসের কাজ করতে হবে। খরচের কারণে স্ত্রীর সাথে মনোমালিন্য হতে পারে। আজ কোনো সমালোচনায় নিজেকে জড়াবেন না।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর