বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: আপনি আজ মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। যদিও, শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন। কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি একটি বহু প্রতীক্ষিত প্রকল্প সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। প্রত্যেকের সঙ্গে আজ আত্মবিশ্বাসী হয়ে কথা বলুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই বাড়িতে একটি সাদা ফুলের গাছ লাগিয়ে দৈনিক এই গাছটির যত্ন করুন।
বৃষ রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন। এটি আপনার উপকারে আসবে। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে ব্যবহার করুন। আপনি আজ সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক লক্ষ্যে অবশ্যই একটি টিনের পাত্রে গঙ্গার জল অথবা অন্য কোনও পবিত্র জল সঞ্চয় করুন।
মিথুন রাশি: আপনি আজ খুব সহজেই কিছু নতুন জিনিস শিখতে পারবেন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আপনি আজ কোনও কাজ করতে গিয়ে বাচ্চাদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবন সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে রুপোর থালা চামচ ব্যবহার করুন।
কর্কট রাশি: নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য আজ আপনার কাছে অনেকটা সময় থাকবে। আপনি যদি অর্থ-সংক্রান্ত কোনও মামলায় জড়িত থাকেন সেক্ষেত্রে আদালত আপনার পক্ষেই রায় দান করবে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। প্রিয়জনদের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ পেতে পারেন। আপনার ধারালো পর্যবেক্ষণ ক্ষমতা আজ অন্যদের তুলনায় আপনাকে এগিয়ে রাখবে। বিবাহিত জীবন সুখের হবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই প্রতি মঙ্গলবার কলা গাছের সামনে প্রদীপ জ্বালান এবং আরাধনা করুন।
সিংহ রাশি: সন্দেহপ্রবণ মানসিকতাকে দূরে সরিয়ে রাখুন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা থাকলেও আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন। আপনার সময়মত সাহায্য আজ কাউকে কোনও বিপদ থেকে উদ্ধার করবে। প্রিয়জনদের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি নিজের জন্য কিছুটা সময় পাবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে লাল রঙের গ্লাসে জল ভর্তি করে রোদে রাখুন এবং প্রতিদিন সেই জল পান করুন।
কন্যা রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। এই রাশির বিবাহিত দম্পতিদের তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। বাবা-মায়ের স্বাস্থ্যের আজ উন্নতি ঘটবে। প্রত্যেকের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে আজকের এই দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ একাধিক জায়গা থেকে আকর্ষণীয় আমন্ত্রণ পেতে পারেন। এমনকি, উপহার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে আমিষ খাবার পরিত্যাগ করুন।
তুলা রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য ধৈর্য বজায় রাখুন। সন্তানদের স্বার্থের প্রতি আজ আপনাকে নজর দিতে হবে। প্রত্যেকের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ কোথাও সমস্যার সম্মুখীন হলেও দ্রুত সেটিকে সমাধান করতে পারবেন। বিবাহিত জীবনে মনোমালিন্য হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই অভাবী ব্যক্তিদের কালো রঙের ছাতা এবং কালো রঙের জুতো দান করুন।
বৃশ্চিক রাশি: পরিবারের সদস্যদের সঙ্গে আজ অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁরা তাঁদের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন তাঁদের আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে। নাহলে তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। একজন বন্ধুর কোনও সমস্যার কারণে আজ আপনার চিন্তা বাড়তে পারে। আপনার গোপন সম্পর্ক আজ আপনার সুনাম বিনষ্ট করতে। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। পরিবারের সবথেকে ছোট সদস্যকে নিয়ে আপনি আজ একটি পার্কে অথবা শপিংমলে বেড়াতে যেতে পারেন। বিবাহিত জীবনে কোনও মনোমালিন্য হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই ‘ওম শুক্রয়ে নমঃ’-এই মন্ত্রটি দিনে ১১ বার জপ করুন।
ধনু রাশি: শরীর নিয়ে আজ অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। কোনও দীর্ঘস্থায়ী অর্থ বিনিয়োগ এড়িয়ে চলুন। বন্ধুদের সঙ্গে আজকের এই দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যদিও, সেই সময়ে বাড়িতে হঠাৎ কেউ আসার কারণে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। বিবাহিত জীবন সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অভাবী মানুষদের উদ্দেশ্যে বিনামূল্যে জলদানের ব্যবস্থা করুন।
আরও পড়ুন: IPL ২০২৬-এ বেঙ্গালুরুতে হবে ম্যাচ? BCCI-এর আগে কী জানাল কর্ণাটক সরকার?
মকর রাশি: আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, আপনি যদি কারোর কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ আপনি ফেরত পেতে পারেন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। যার ফলে আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে সবুজ রঙের পোশাক পরুন।
আরও পড়ুন: মাত্র ১ বছরেই ৯৮ শতাংশের পতন! এই শেয়ারের দাম নেমে এল ১ টাকায়, মাথায় হাত বিনিয়োগকারীদের
কুম্ভ রাশি: আপনার দ্রুত নেওয়া একটি পদক্ষেপ আজকে ইতিবাচক ফল প্রদান করবে। কোনও কাজে সাফল্য অর্জনের জন্য ধৈর্য বজায় রাখুন এবং সঠিক পরিশ্রম করতে থাকুন। আপনার ব্যক্তিত্বের আজ উন্নতি ঘটবে। দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বিদেশে থাকেন এমন একজন আত্মীয়ের কাছ থেকে আপনি আজ উপহার পেতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আজ আপনার চারপাশে কী কী ঘটছে সেদিকে সচেতন থাকুন। নাহলে কেউ আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারেন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে হলুদ রঙের মিষ্টি (যেমন লাড্ডু বা বোঁদে) একটি ধর্মীয় স্থানে অর্পণ করুন।
মীন রাশি: শিশুদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে, বাবার অথবা পিতৃস্থানীয় কারোর কাছ থেকে আপনি কিছু ভালো পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ডাক মারফত আসা একটি চিঠির মাধ্যমে আপনি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। বন্ধুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে নীল রঙের পোশাক বেশি করে পরুন।












