কুম্ভ রাশি (Aquarius): রাশিচক্রের একাদশ রাশি হল কুম্ভ রাশি। পাশাপাশি, শনিগ্রহের জাতক হল এই রাশিটি। এমতাবস্থায়, ২০২৩ সালটি কুম্ভ রাশির জাতক-জাতিকাদের মিশ্রভাবে কাটবে। মূলত, চলতি বছরের ১৭ জানুয়ারি শনি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। তার ফলে এই রাশিতে শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্বটি শুরু হবে। এদিকে, নতুন বছরে শনির প্রভাবে এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন, পারিবারিক জীবন এবং প্রেমের জীবন প্রভাবিত হবে। এদিকে, এপ্রিল মাসে বৃহস্পতি গ্রহ কুম্ভ রাশি থেকে তৃতীয় ঘরে প্রবেশ করবে। যার ফলে ভাই-বোনদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে।
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজির ২১ শে জানুয়ারি থেকে ২০ শে ফেব্রুয়ারি অর্থাৎ বাংলার ৮ ই মাঘ থেকে ৭ ই ফাল্গুনের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থেকে আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
কুম্ভ রাশির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য-
শুভ রং | নীল |
শুভ দিন | শনিবার |
শুভ সংখ্যা | ৫৪ |
শুভ দিক | দক্ষিণ দিক |
শুভ সঙ্গী বা সঙ্গিনী | মিথুন ও তুলা |
শুভ রত্ন | নীলা |
চারিত্রিক বৈশিষ্ট্য: কুম্ভ রাশির জাতক-জাতিকারা বিচক্ষণ এবং চিন্তাশীল হওয়ার কারণে খুব সহজেই সমস্তরকম পরিস্থিতি বিচার করার ক্ষমতা রাখে। তাই, এদের চট করে বোকা বানানো যায় না। পাশাপাশি, এরা নিষ্ঠাবান, সংবেদনশীল, মানবপ্রেমী ও আত্মাভিমানী প্রকৃতির হয়ে থাকে। এছাড়াও, স্বাধীনচেতা প্রকৃতির হওয়ায়, এরা নিজেদের পথ নিজেরাই তৈরি করে নিতে পারে। এদের পরোপকারী মানসিকতা স্পষ্ট হয়ে ওঠে। পাশাপাশি, এরা সবসময়েই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পছন্দ করে।
স্বাস্থ্য: এই বছর কুম্ভ রাশির জাতক-জাতিকাদের অবশ্যই স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে। আপনি যদি মাংস না খান এবং মদ্যপান না করেন তাহলে খুবই ভালো। কিন্তু, যদি আপনার এগুলির প্রতি আসক্তি থাকে সেক্ষেত্রে এগুলি ধীরে ধীরে বর্জন করাটাই শ্রেয়। এই বছর অলসতা পরিত্যাগ করুন। নাহলে স্বাস্থ্যের উন্নতি ঘটবে না। বছরের শুরু থেকেই স্বস্থ্যের ওপর প্রতিকূল প্রভাব পড়লেও পরবর্তীতে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি ঘটবে। সুষ্ঠু জীবনযাপন এবং সুষম আহারের প্রতি জোর দিন।
ব্যক্তিগত জীবন: পরিবারের সদস্যদের সাথে এই বছর ভালোভাবে সময় কাটবে। যাঁরা এখনও অবিবাহিত রয়েছেন তাঁরা এই বছর পছন্দের মত কোনো ভালোবাসার মানুষকে খুঁজে পাবেন। বছরের শুরু থেকেই কুম্ভ রাশির জাতক-জাতিকারা রোমান্টিক মেজাজের মধ্যে থাকবেন। পারিবারিক যেকোনো সমস্যা আজ ঠান্ডা মাথায় সমাধানের চেষ্টা করুন। জুলাই থেকে আগস্টের মধ্যে ভালোবাসার মানুষটিকে বিয়ের প্রস্তাব দিতে পারেন। বাবা-মায়ের স্বাস্থ্যের প্রতি এই বছর মনোযোগ দিন। আত্মীয়দের সাথে বছরটিতে ভালো সময় কাটবে।
কর্ম জীবন: কুম্ভ রাশির জাতক-জাতিকারা এই বছর কাজের প্রতি অত্যন্ত মনোযোগী হবেন। মার্চ ও এপ্রিলের মাঝামাঝি সময়ে চাকরির পরিবর্তনের চেষ্টার সম্ভাবনা রয়েছে। শিল্প, অটোমোবাইল, ট্যুর এবং ভ্রমণের সঙ্গে যুক্ত ব্যক্তিরা চলতি বছরে লাভবান হতে পারে। যাঁরা লোহার ব্যবসা করেন তাঁরাও সাফল্যের মুখোমুখি হবেন। ভাই-বোনদের সাথে একত্র হয়ে কোনো ব্যবসা শুরু করলে লাভবান হবেন। নভেম্বর ও ডিসেম্বরে কর্মক্ষেত্রে উন্নতি হবে।
আর্থিক অবস্থা: গত বছরের তুলনায় কুম্ভ রাশির জাতক-জাতিকারা এই বছরে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হতে পারেন। তবে, বছরের প্রথম কয়েকটি মাস ব্যয়বহুল হলেও পরবর্তীতে বৃহস্পতি এই রাশির তৃতীয় ঘরে প্রবেশ করবে। এমতাবস্থায়, অর্থনৈতিক দিকটি নিঃসন্দেহে ভালো হবে। কারণ, তখন বৃহস্পতি তার নবম দৃষ্টির মাধ্যমে আপনাকে লাভবান করবে। এদিকে, এপ্রিল মাসের পরে কোনো বিনিয়োগ থেকেও লাভবান হওয়া যাবে। যদিও, বছরের শেষ দুই মাসে অর্থনৈতিক দিক সম্পর্কে সচেতন হতে হবে।
প্রতিকার: বন্ধুদের কাছ থেকে এই বছর অবশ্যই সতর্ক থাকুন। চন্ডাল জাতীয় কোনো বন্ধু চলতি বছরে শত্রুর মত আচরণ করতে পারে। শুধু তাই নয়, ওই বন্ধুর থেকে দূরে না থাকলে তার শত্রুতার ফলে এই রাশির জাতক বা জাতিকা একাধিকবার বিব্রত হতে পারেন।