কর্কট রাশি (Cancer): রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি। পাশাপাশি, চন্দ্রের জাতক হল এই রাশিটি। এমতাবস্থায়, ২০২৩ সালে শনি কর্কট রাশির থেকে অষ্টম স্থানে বিচরণ করবে। মূলত, ১৭ জানুয়ারি নাগাদ কুম্ভ রাশিতে শনির গোচর হবে। যার ফলে এরপর থেকেই কর্কট রাশির জাতক-জাতিকাদের ওপর শুরু হয়ে যাবে শনির আড়াইয়ের প্রভাব। এদিকে, বৃহস্পতি নতুন বছরে কর্কট রাশি থেকে নবম স্থানে গোচর করবে। পাশাপাশি, অক্টোবর মাসে রাহু কর্কট রাশির নবম স্থানে গোচর করবে। শুধু তাই নয়, চলতি বছরের প্রতি মাসে নবগ্রহের অন্যান্য গ্রহের রাশি পরিবর্তন ঘটতেই থাকবে। এমতাবস্থায়, চলুন জেনে নিই নতুন বছরটি কর্কট রাশির জাতক-জাতিকাদের ঠিক কেমন কাটবে।
জন্মমাস: যেসকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে জুন থেকে ২০ শে জুলাই অথবা বাংলার ৮ ই আষাঢ় থেকে ৭ ই শ্রাবণের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থেকেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
কর্কট রাশির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য-
শুভ রং | সাদা |
শুভ দিন | সোমবার |
শুভ সংখ্যা | ৩৫ |
শুভ দিক | উত্তর পশ্চিম দিক |
শুভ সঙ্গী বা সঙ্গিনী | সিংহ রাশি |
শুভ রত্ন | মুনস্টোন |
চারিত্রিক বৈশিষ্ট্য: কর্কট রাশির জাতক-জাতিকারা বেশিরভাগ সময়টাই কল্পনার জগতে ঘুরে বেড়ান। অর্থাৎ, এরা বেশ কল্পনাপ্রবণ হয়ে থাকেন। পাশাপাশি, কিছুটা চাপা স্বভাবের হওয়ার কারণে এরা অধিকাংশ সময়েই নিজের মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারেন না। যার ফলে কাছের মানুষরা তাদের ভুল বোঝেন। পরোপকারের দিকে কিছুটা ঝোঁক থাকে এই রাশির ব্যক্তিদের। এছাড়াও, এই রাশির ব্যক্তিরা ধর্মীয় কাজে শান্তি খুঁজে পান। সেইকারণে এহেন কাজে তারা যুক্ত থাকতে পছন্দ করেন।
স্বাস্থ্য: নতুন বছরটিতে স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই সচেতন থাকতে হবে কর্কট রাশির জাতক-জাতিকাদের। কেউ কেউ পেটের কোনো সমস্যায় এই বছর ভুগতে পারেন। শুধু তাই নয়, কারও কারও আবার গোপন রোগও দেখা দিতে পারে। তাই, অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন। যাঁদের বয়স ৫০ পেরিয়ে গেছে এবং কোনো রোগে আক্রান্ত হয়েছেন তাঁরা অবশ্যই নিয়মিতভাবে চিকিৎসকদের পরামর্শ নিন। পাশাপাশি, উপকার পেতে শনি মন্ত্র জপ করুন। মানসিক এবং দৈহিকভাবে সুস্থ থাকার জন্য অবশ্যই যোগ ব্যায়াম এবং ধ্যান করুন।
ব্যক্তিগত জীবন: নতুন বছরে কর্কট রাশির জাতক-জাতিকারা পরিবারের সদস্যদের কাছে নিজের ভাবমূর্তি উন্নত করতে পারবেন। তবে, যাঁরা কোনো পৈতৃক ব্যবসা করেন তাঁরা চলতি বছরে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। এমনকি, ভাই-বোনেদের কাছ থেকেও বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির কিছু জাতক আবার বাবার স্বাস্থ্যের কারণে চিন্তিত হয়ে পড়তে পারেন। নিজের সমস্যাগুলিকে দূর করার জন্য অবশ্যই বাবা-মায়ের সাহায্য নিন। চলতি বছরে জীবনসঙ্গীর সাথে অযথা বিবাদে জড়াবেন না। এই বছর কিছু জাতক কর্মক্ষেত্রের কোনো সহকর্মীর সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন।
কর্মজীবন: কর্কট রাশির জাতক-জাতিকারা নতুন বছরে কর্মজীবনের পরিপ্রেক্ষিতে মিশ্র ফল পাবেন। চলতি বছরে এই রাশির জাতকদের অফিসে ঘটে যাওয়া কোনো রাজনীতি থেকে অবশ্যই দূরে থাকতে হবে। নাহলে, আপনার মানহানির সম্ভাবনা রয়েছে। যাঁরা তাঁদের নিজস্ব কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাঁরা নতুন বছরটিতে সঠিক পরামর্শের ভিত্তিতে এগিয়ে যেতে পারেন। তবে, অংশীদারিত্বের ব্যবসা করলে কাউকে অন্ধের মত বিশ্বাস করবেন না। কর্মক্ষেত্রে ভালো ফলাফলের জন্য নিজের দক্ষতাকে এই বছর বৃদ্ধি করার চেষ্টা করুন। তবে যাঁরা মিডিয়া, ট্যুর এবং অটোমোবাইল সংক্রান্ত কাজের সাথে জড়িত রয়েছেন তাঁরা এই বছর ভালোভাবে লাভবান হবেন।
আর্থিক অবস্থা: চলতি বছরটিতে কর্কট রাশির জাতক-জাতিকারা বছরের শুরু থেকেই কিছু অযাচিত খরচের সম্মুখীন হতে পারেন। যার ফলে আপনার পরিকল্পিত বাজেটও প্রভাবিত হবে। এমতাবস্থায়, এই বছরে কর্কট রাশির জাতক-জাতিকাদের অর্থনৈতিক দিকটি সম্পর্কে অবশ্যই সচেতন হতে হবে। এদিকে, এই রাশির অষ্টম ঘরে শনির উপস্থিতির কারণে আদালতে চলা কোনো মামলার ক্ষেত্রেও অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। তবে জানিয়ে রাখি যে, এপ্রিল মাসের পর থেকে আর্থিক পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।
প্রতিকার: সবার সাথে সংযত হয়ে আচরণ করুন। নাহলে আত্মীয়স্বজনদের সঙ্গে সদ্ভাবে চিড় ধরতে পারে। অবশ্যই এই বছরটিতে জেদ এবং একগুঁয়েমি ত্যাগ করুন। অন্যথায়, সাংসারিক শান্তি নষ্ট হতে পারে।