মকর রাশি

মকর রাশি (Capricorn): রাশিচক্রের দশম রাশি হল মকর রাশি। পাশাপাশি শনিগ্রহের জাতক হল এই রাশিটি। এমতাবস্থায়, ২০২৩ সালে, শনি মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। যার ফলে মকর রাশির জন্য শনির সাড়ে সাতির শেষ পর্ব শুরু হবে। এদিকে, শনির সাড়ে সাতির শেষ পর্বটি কেরিয়ার এবং প্রেমের জীবনের জন্য ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি, বৃহস্পতি নতুন বছরে মকর রাশি থেকে চতুর্থ ঘরে প্রবেশ করবে। এপ্রিল মাসে নাগাদ এই ট্রানজিট ঘটবে। যার ফলে পারিবারিক জীবন ভালো কাটবে। এছাড়া, রাহু গ্রহটিও নভেম্বর মাসে মকর রাশি থেকে চতুর্থ ঘরে প্রবেশ করবে।

জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজির ২১ শে ডিসেম্বর থেকে ২০ শে জানুয়ারি অর্থাৎ বাংলা ৮ ই পৌষ থেকে ৭ ই মাঘের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থেকেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।

মকর রাশির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য-

শুভ রংনীল
শুভ দিনশনিবার
শুভ সংখ্যা৬৪
শুভ দিকদক্ষিণ দিক
শুভ সঙ্গী বা সঙ্গিনীবৃষ, কন্যা, মীন ও বৃশ্চিক
শুভ রত্নইন্দ্রনীলা

চারিত্রিক বৈশিষ্ট্য: জীবনে যেকোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত থাকেন মকর রাশির জাতক-জাতিকারা। পাশাপাশি, এরা ধৈর্য, শ্রম ও কষ্ট সহিষ্ণুতার প্রতীক হন। এদের সবকিছুতে দায়িত্বজ্ঞান, সময়জ্ঞান ও নিয়মনিষ্ঠা প্রচুর পরিমানে থাকে। এছাড়াও, কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু ভালো করে দেখে বুঝে তারপর এরা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেন। তবে এদের বন্ধু ভাগ্য খুব একটা ভালো হয় না। বন্ধুরা সবসময় এদের থেকে এড়িয়ে এড়িয়ে চলে। জীবনদৃষ্টি অন্যদের চেয়ে বেশ আলাদা হওয়ার কারণে এরা রহস্যজনক বিষয়ের প্রতি আকৃষ্ট হন।

স্বাস্থ্য: গত বছরে মকর রাশির জাতক-জাতিকারা যেসমস্ত মানসিক এবং শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সেগুলি চলতি বছরের শুরুতেই নির্মূল হয়ে যাবে। পাশাপাশি, এই রাশির জাতকদের মায়ের শরীর খারাপ থাকলে সেক্ষেত্রেও উন্নতি ঘটবে। শরীর ও মন ভালো রাখতে নিয়মিতভাবে প্রাণায়ামের অভ্যাস করুন। স্বাস্থ্যের প্রতি অযথা গাফিলতি করবেন না। তাই, অসুস্থতা যাই হোক না কেন সঠিক সময়ে চিকিৎসকদের পরামর্শ নিন। এই রাশির কিছু জাতক হাড়ের সমস্যায় ভুগতে পারেন।

ব্যক্তিগত জীবন: মকর রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন বছরে পারবারিক দিকটি দুর্দান্ত থাকবে। শুধু তাই নয়, এপ্রিল মাস নাগাদ বৃহস্পতি এই রাশি থেকে চতুর্থ ঘরে প্রবেশ করবে। যার ফলে পারিবারিক জীবনে সুখ-শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তবে, পরিবারের চাহিদা মেটাতে গিয়ে এই বছরে আপনাকে দারুণ পরিশ্রম করতে হবে। ২০২৩ সালে এই রাশির কিছু জাতকের বাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। বছরের শেষ মাসগুলিতে প্রেমের জীবনে উত্থান-পতন দেখা দিতে পারে। মার্চের পরে বিবাহিত জীবন আরও সুখের হবে। কিছু জাতকের পরিবারে নতুন সদস্যের আগমনও ঘটতে পারে।

কর্ম জীবন: এই রাশির ব্যক্তিরা তাঁদের সম্পূর্ণ মনোযোগ কাজের উপর রাখে। চাকরী হোক কিংবা ব্যবসা, যেকোন ক্ষেত্রেই এদের সাফল্য আসে। অধ্যবসায়ের ফলে কর্মক্ষেত্রে সাফল্য আসে, এটা তাঁরা খুব ভালো ভাবেই জানে। তবে কর্মক্ষেত্রে কিছু শত্রু পেছনে পড়তে পারে এই রাশির জাতক জাতিকাদের।

আর্থিক অবস্থা: নতুন বছরটিতে মকর রাশির জাতক-জাতিকাদের আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে। চলতি বছরে শনির শেষ পর্যায়ের সাড়ে সাতি শুরু হবে। এমতাবস্থায়, গত বছরের তুলনায় এই বছরে আর্থিক অবস্থা ভালো হবে মকর রাশির জাতক-জাতিকাদের। কোনো সঠিক পরামর্শ ছাড়া শেয়ার মার্কেট বা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করবেন না। সম্পদ সঞ্চয় করার সময় বাবা-মা এবং স্ত্রীর পরামর্শ নিন। কিছু জাতক-জাতিকাকে চলতি বছরে কোনো চাকরি পেতে পারেন। যদিও, তাঁরা বুঝতে পারবেন যে, তাঁরা তাঁদের সামর্থ্যের তুলনায় কম অর্থ উপার্জন করছেন।

প্রতিকার: এই বছরে বেশিরভাগ বন্ধুই আপনার সাথে অসহযোগিতা করবে। তাই, তাদেরকে অত্যধিক ভরসা করবেন না। কিছু শত্রুও আপনার ওপর নজর রাখবেন। এমনকি, তারা ক্ষতির চেষ্টা করলেও সফল হবে না। তবে, আপনাকে সতর্ক থাকতে হবে।