তুলা রাশি

তুলা রাশি (Libra): রাশিচক্রের সপ্তম রাশি হল তুলা রাশি। পাশাপাশি বুধ ও শুক্রগ্রহেরও জাতক হল এই রাশিটি। এমতাবস্থায়, নতুন বছর অর্থাৎ ২০২৩ সালটি তুলা রাশির জাতকদের জন্য খুব শুভ এবং উপকারী হিসেবে বিবেচিত হবে। মূলত, চলতি বছরে তাঁরা শনির ধাইয়ার প্রভাব থেকে মুক্ত হবেন। পাশাপাশি, দ্রুত উন্নতির সুযোগও পাবেন তাঁরা। বছরের শুরুতেই এই রাশির অধিপতি শুক্র, শনির সাথে রাশিচক্র থেকে সরাসরি চতুর্থ অবস্থানে থাকবে। এর ফলে এই রাশির জাতকেরা বস্তুগত আনন্দের পাশাপাশি ভ্রমণের সুযোগ পাবেন।

জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে সেপ্টেম্বর থেকে ২০ শে অক্টোবর অর্থাৎ বাংলা ৮ ই আশ্বিন থেকে ৭ ই কার্তিকের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থাকতেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।

তুলা রাশির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য-

শুভ রংসাদা
শুভ দিনশুক্রবার
শুভ সংখ্যা৬২
শুভ দিকপশ্চিম দিক
শুভ সঙ্গী বা সঙ্গিনীকুম্ভ ও মিথুন রাশি
শুভ রত্নহিরে

চারিত্রিক বৈশিষ্ট্য: এই বছরে আপনি আপনার কাজের প্রতি মনোযোগী হবেন। নতুন বছরে আপনাকে যে দায়িত্ব দেওয়া হোক না কেন আপনি তা সঠিকভাবে পালন করলে লাভবানও হবেন। পড়াশোনায় গাফিলতি অনেকটাই হ্রাস পাবে। নতুন বছরের শুরুতেই কুম্ভ রাশিতে গোচর করবে শনি। যার ফলে শনির সাড়ে সাতি দশা থেকে মুক্তি পাবেন এই রাশির জাতকেরা। কোনো অমীমাংসিত কাজ এই বছর শেষ করতে পারবেন। সৃজনশীল ক্ষেত্রে এই রাশির জাতকদের অনেকটা সময় কাটবে।

স্বাস্থ্য: সামগ্রিকভাবে এই রাশির জাতকদের স্বাস্থ্য নতুন বছরটিতে ভালোই থাকবে। তবে, শরীর ঠিক রাখতে জাতকদের নিয়মিত যোগাসন করতে হবে। বছরের শুরু থেকেই স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি ঘটলেও সর্দি-কাশির সমস্যা নতুন বছরেও লেগে থাকবে।

ব্যক্তিগত জীবন: পরিবারের সদস্যদের সাথে নতুন বছরটিতে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। ভাই-বোনের মধ্যে সুসম্পর্কও বজায় থাকবে। এই রাশির জাতকদের ২০২৩-এর এপ্রিলের পর থেকে প্রেমের জীবনে দারুণ সময় কাটবে। শুধু তাই নয়, সপ্তম ঘরে বৃহস্পতির উপস্থিতির প্রভাবে স্বামী-স্ত্রীর মধ্যে যাবতীয় সমস্যাও মিটে যাবে। আপনি বিবাহযোগ্য হলে পরিবারের সদস্যরা এই বছরেই আপনার বিবাহ নিশ্চিত করতে পারেন। তবে, সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত আপনাকে আপনার পারিবারিক জীবনে সতর্ক থাকতে হবে।

কর্ম জীবন: তুলা রাশির জাতকদের কর্মজীবনটি চলতি বছরে ভালোই কাটবে। কর্মজীবনে চলতি বছরে আপনি উন্নতির ক্ষেত্রে দারুণ সুযোগ পাবেন। শুধু তাই নয়, এপ্রিল মাস নাগাদ কর্মক্ষেত্রে প্রোমোশন পাওয়ারও সুযোগ রয়েছে। এছাড়াও, নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। সেক্ষেত্রে ওই প্রস্তাব গ্রহণ করলে বেতনের পরিমান অনেকটাই বৃদ্ধি পাবে। আইটি সেক্টর এবং ব্যাঙ্কিং সেক্টরেও কাজের সুযোগ মিলবে।

আর্থিক অবস্থা: নতুন বছরটিতে অর্থনৈতিক দিক থেকে তুলা রাশির জাতকরা নিঃসন্দেহে লাভবান হবেন। ২০২৩-এ নিজেদের সম্পদের পরিমান অনেকটাই বৃদ্ধি পাবে জাতকদের। শুধু তাই নয়, যে ব্যবসায়ীরা ব্যবসায় কম লাভের সম্মুখীন হচ্ছিলেন বা ক্ষতি হচ্ছিল তাঁদের জন্যও এই বছরটি ভালো যাবে। কোনো ঋণে আবদ্ধ থাকলে এই বছরে তা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদিও, আগস্ট থেকে নভেম্বর মাসে পর্যন্ত কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময়ে সতর্ক থাকতে হবে।

প্রতিকার: অসৎ বন্ধুর সান্নিধ্য ত্যাগ করা উচিত। না হলে ক্ষতি হতে পারে। পাশাপাশি, বন্ধুরূপী শত্রু সম্বন্ধেও সতর্ক থাকা উচিত।