ধনু রাশি

ধনু রাশি (Sagittarius): রাশিচক্রের নবম রাশি হল ধনু রাশি। পাশাপাশি, বৃহস্পতি গ্রহের জাতক হল রাশিটি। এমতাবস্থায়, নতুন বছরেই ধনু রাশির সাড়ে সাতি শেষ হবে। এছাড়াও, চলতি বছরেই বৃহস্পতি প্রথমে চতুর্থ এবং পঞ্চম ঘরে গমন করবে। যা ধনু রাশির পক্ষে অত্যন্ত শুভ। এমন পরিস্থিতিতে, ধনু রাশির জাতক-জাতিকারা ২০২৩ সালে ভালো ফলাফল পাবেন। মূলত, ২০২৩ সালে ১৭ জানুয়ারির পরে, শনি এই রাশি থেকে তৃতীয় ঘরে প্রবেশ করবে। আর তখনই শনির সাড়ে সাতি থেকে মুক্তি মিলবে।

জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে নভেম্বর থেকে ২০ শে ডিসেম্বর অর্থাৎ বাংলা ৮ ই অগ্রহায়ণ থেকে ৭ ই পৌষের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থেকেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।

ধনু রাশির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য-

শুভ রংহলুদ
শুভ দিনবৃহস্পতিবার
শুভ সংখ্যা৯৬
শুভ দিকপূর্ব দিক
শুভ সঙ্গী বা সঙ্গিনীমেষ, সিংহ ও ধনু
শুভ রত্নপোখরাজ

চারিত্রিক বৈশিষ্ট্য: ধনু রাশির জাতক-জাতিকারা চারিত্রিকভাবে সত্যবাদী, আবেগপ্রবণ এবং প্রখর আত্মসম্মানবোধ সম্পন্ন হয়ে থাকেন। পাশাপাশি, যেকোন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এই রাশির ব্যক্তিরা। এছাড়াও, এরা সৎ, পরোপকারী এবং আদর্শবাদীও হন। তারা কখনই অন্যায় সহ্য করতে পারেন না। এই রাশির ব্যক্তিদের জীবনে বন্ধুর সংখ্যা অনেক কম হয়। শুধু তাই নয়, এদের বাস্তববুদ্ধিও অনেক বেশি। তবে, চট করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকলেও, মাঝে মধ্যে আবেগের বশে সিদ্ধান্ত নেওয়ার ফলে সমস্যায় পড়তে হতে পারে। এরা কখনোই একা থাকতে পছন্দ করে না।

স্বাস্থ্য: চলতি বছরের শুরুতে ধনু রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্যজনিত কিছু সমস্যা দেখা দিতে পারে। যদিও, সময়ের সাথে সাথে স্বাস্থ্যের উন্নতি ঘটবে। ধনু রাশির জাতকদের খেলাধূলার প্রতি আগ্রহ বৃদ্ধির পাশাপাশি নতুন বছরে রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটাই বৃদ্ধি পাবে। মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য যাঁদের বয়স ৫০-এর ওপরে রয়েছে তাঁরা ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন। এই রাশির জাতকেরা চলতি বছর শারীরিকভাবে অত্যন্ত সক্রিয় থাকবেন।

ব্যক্তিগত জীবন: ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন বছরটি পারবারিক দিক থেকে অত্যন্ত ভালো কাটবে। পাশাপাশি, পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বিজয় থাকার কারণে মানসিক সমস্যা থেকেও মুক্তি মিলবে। দীর্ঘদিন যাবৎ বাড়িতে যে কলহ চলছিল তা এই বছরে কেটে যাবে। মূলত, ২০২৩ সালে শনির সাড়ে সাতি কেটে যাওয়ার কারণে পরিবারের সুখ ও শান্তি বিরাজ করবে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। প্রেমের জন্যও এই বছরটি দুর্দান্ত কাটবে ধনু রাশির জাতক-জাতিকাদের। এই বছর জাতকেরা তাঁদের জীবনসঙ্গীকে ভালোভাবে বুঝতে সক্ষম হবেন।

কর্মজীবন: এই প্রসঙ্গে প্ৰথমেই জানিয়ে রাখি যে, বিগত কয়েক বছর যাবৎ শনির সাড়ে সাতির প্রভাবে ধনু রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন প্রভাবিত হয়েছিল। তবে, চলতি বছরে সেগুলি দূর হবে। শুধু তাই নয়, ২০২৩ সালে কর্মজীবনে প্রভাব বৃদ্ধির পাশাপাশি চাকরির ক্ষেত্রেও উন্নতি ঘটবে। নতুন বছরটিতে আপনি নিজের পছন্দের চাকরিটিও পেতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের জন্যও এই বছরটি ভালো। এই রাশির যেসমস্ত জাতক-জাতিকারা সরকারি চাকরি করছেন তাঁরা পছন্দের জায়গায় বদলি হতে পারেন।

আর্থিক অবস্থা: চলতি বছরে ধনু রাশির জাতক-জাতিকারা শনির সাড়ে সাতি কেটে যাওয়ায় অতিরিক্ত খরচ অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবেন। যার জেরে সামগ্রিকভাবে আর্থিক অবস্থা ভালো জায়গায় থাকবে। তবে, ২০২৩-এর শেষের দিকে আর্থিক দিকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ, ওই সময়টাতে আপনার খরচের পরিমান অনেকটাই বেড়ে যেতে পারে। এদিকে, এপ্রিল মাসের পর থেকে এই রাশির জাতক-জাতিকাদের আয় বাড়তে পারে। পাশাপাশি সঞ্চয়ের পরিমানও বাড়বে। কোনো পূর্বের বিনিয়োগ থেকে চলতি বছরে লাভবান হবেন।

প্রতিকার: কর্মক্ষেত্রে চলতি বছরে আপনাকে সজাগ থাকতে হবে। নাহলে শত্রুরা আপনার ক্ষতির চেষ্টা করবে। এমতাবস্থায়, গুপ্তশত্রু সম্পর্কে সাবধান হন। নিজেকে নিয়ন্ত্রণ না করলে দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে।