বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি (Scorpio): রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি। পাশাপাশি মঙ্গলগ্রহের জাতক হল এই রাশিটি। এমতাবস্থায়, নতুন বছরটি সামগ্রিকভাবে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য ভালোই যাবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২৩ সালের ১৭ জানুয়ারির পরে শনি বৃশ্চিক রাশি থেকে চতুর্থ ঘরে প্রবেশ করবে। যার ফলে আপনার শনির দশা শুরু হবে। এদিকে, আগামী এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতি বৃশ্চিক রাশি থেকে পঞ্চম ঘরে অবস্থান করবে। যার কারণে আপনি শুভ ফল পাবেন। এরপরে বৃহস্পতি ষষ্ঠ ঘরে প্রবেশ করবে। পাশাপাশি, নভেম্বর মাসে রাহু গ্রহটি ষষ্ঠ ঘর থেকে সপ্তম ঘরে প্রবেশ করবে। এমতাবস্থায়, চলুন জেনে নিই এই বছরটি কেমন কাটতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের।

জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজির ২১ শে অক্টোবর থেকে ২০ শে নভেম্বর অর্থাৎ বাংলার ৮ ই কার্তিক থেকে ৭ ই অগ্রহায়ণের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থেকেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।

বৃশ্চিক রাশির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য-

শুভ রংকালচে লাল
শুভ দিনমঙ্গলবার
শুভ সংখ্যা৩৭
শুভ দিকদক্ষিণ দিক
শুভ সঙ্গী বা সঙ্গিনীকর্কট ও মীন রাশি
শুভ রত্নলাল প্রবাল

চারিত্রিক বৈশিষ্ট্য: এই রাশির জাতক-জাতিকারা স্বাধীনচেতা মনোভাবাসম্পন্ন ও দূরদর্শী হওয়ার কারণে, আগে থেকেই নিজের লক্ষ্য স্থির করে নেন। তারপর সেই লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যান। এই রাশির ব্যক্তিরা সবকিছুই গুরুত্ব সহকারে দেখেন। পাশাপাশি, এদের ইচ্ছেশক্তিও প্রবল থাকে। তবে এই ইচ্ছেশক্তিকে ঠিক কাজে ব্যবহার করা হচ্ছে কি না সেটি যাচাই করা জরুরি। কাজের প্রয়োজনে এরা অনেক সময় পরিবারকেও সময় দিতে ভুলে যান। একগুঁয়ে প্রকৃতির হওয়ায় এরা নিজের মত করে চলতে ভালোবাসেন।

স্বাস্থ্য: নতুন বছরে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই সতর্ক থাকতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে অবশ্যই যোগ ব্যায়াম এবং ধ্যান করুন। এর ফলে মানসিক এবং শারীরিক অবস্থা ভালো থাকবে। সুস্থতা বজায় রাখতে খাওয়াদাওয়ার প্ৰতি অবশ্যই যত্নশীল হন। এই বছর কারোর কারোর ক্ষেত্রে হৃদরোগ দেখা দিতে পারে। সন্তানদের স্বাস্থ্যের অবস্থা খুব একটা খারাপ না থাকলেও পুত্রের শরীরে কোনো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে।

ব্যক্তিগত জীবন: এই রাশির জাতক-জাতিকাদের চলতি বছরে পারিবারিক দিক থেকে একাধিক সমস্যা আসতে পারে। ২০২৩ সালে শনিদেব বৃশ্চিক রাশি থেকে চতুর্থ ঘরে প্রবেশ করবেন। যার ফলে কিছু জাতকের সাথে তাঁদের মায়ের মতবিরোধ হতে পারে। এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতির অবস্থানের ফলে পারিবারিক জীবনে ভারসাম্য বজায় থাকলেও তারপরের সময়টাতে অবশ্যই সতর্ক থাকতে হবে। পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। এদিকে, নভেম্বর মাস পর্যন্ত বৈবাহিক জীবন ভালো কাটলেও নভেম্বরের পর থেকে বিবাহিত জীবনে কিছু সমস্যা আসতে পারে। এপ্রিল মাসের পর থেকে এই রাশির কিছু কিছু জাতকের প্রেমিকার আচরণে পরিবর্তন ঘটবে। যার রেশ বজায় থাকবে আগস্ট মাস পর্যন্ত।

কর্মজীবন: বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা নতুন বছরটিতে কর্মজীবনের ক্ষেত্রে কিছু উত্থান-পতনের সম্মুখীন হতে পারেন। অফিসে ঘটে যাওয়া কোনো রাজনীতি থেকে অবশ্যই নিজেকে দূরে রাখুন। এই রাশির ব্যবসায়ীদেরও চলতি বছরে অত্যন্ত সাবধানতার সাথে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি, প্রতিটি কাজেই আরও মনোযোগ দিতে হবে। বছরের প্রথম ৪ টি মাস কর্মজীবনের পরিপ্রেক্ষিতে ভালো। চাকরি পরিবর্তনের কথা ভাবলে অবশ্যই তা পুনর্বিবেচনা করে দেখুন। এদিকে, প্রত্যাশামাফিক বেতন বৃদ্ধি না ঘটায় হতাশ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আর্থিক অবস্থা: ২০২৩ সালে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থার ক্ষেত্রে খুব একটা বড় পরিবর্তন ঘটবে না। সামগ্রিকভাবে আর্থিক দিকের পরিপ্রেক্ষিতে বছরটি ভালো প্রমাণিত হবে। এই বছর বৃশ্চিক রাশির জাতকদের স্টক মার্কেটে সঠিক পরামর্শ মেনে বিনিয়োগ করতে হবে। তাহলেই আপনি ভালো পরিমান লাভ পাবেন। পাশাপাশি, অযথা অর্থব্যয় থেকে মুক্তি পেতে বছরের শুরু থেকেই একটি সঠিক বাজেট তৈরি করে নিতে হবে। এপ্রিল মাসের পরে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: নিজের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখুন। পাশাপাশি, কথাবার্তা সংযত করুন। নাহলে নিজের কথার কারণে শত্রুর সৃষ্টি হতে পারে। যদিও, তারা আপনার খুব একটা বেশি ক্ষতি করতে পারবে না।