বৃষ রাশি (Taurus): রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। পাশাপাশি শুক্রগ্রহের জাতকও হল এই রাশিটি। এমতাবস্থায়, ২০২৩ সালের একদম শুরুর দিকে ১৭ জানুয়ারি শনি গ্রহটি এই রাশিচক্রের নবম ঘর থেকে দশম ঘরে প্রবেশ করবে। পাশাপাশি, এপ্রিল মাস নাগাদ বৃহস্পতি বৃষ রাশি থেকে দ্বাদশ ঘরে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে। শুধু তাই নয়, অক্টোবর মাসে রাহুও রাশি পরিবর্তন করবে। যার প্রত্যক্ষ প্রভাব পড়বে বৃষ রাশির জাতক-জাতিকাদের ওপর।
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে এপ্রিল থেকে ২০ শে মে অথবা বাংলার ৮ ই বৈশাখ থেকে ৭ ই জ্যৈষ্ঠের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থেকেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
বৃষ রাশির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য-
শুভ রং | সাদা |
শুভ দিন | শুক্রবার |
শুভ সংখ্যা | ৪৮ |
শুভ দিক | অগ্নিকোণ |
শুভ সঙ্গী বা সঙ্গিনী | মকর, কন্যা ও কর্কট রাশি |
শুভ রত্ন | সাদা প্রবাল পাথর |
চারিত্রিক বৈশিষ্ট্য: এই রাশির জাতক-জাতিকাদের বন্ধুদের কাছ থেকে সাহায্য না পাওয়ারই সম্ভাবনা থাকে। সত্য, সুন্দর ও প্রেম এই তিনটি শব্দের প্রতি এই রাশির ব্যক্তিরা একটি বেশিই দুর্বল হয়ে থাকেন। পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অমনোযোগী হতে পারেন এরা। অন্যের দুঃখে এরা দুখী হয়ে পড়েন সহজেই। সবসময় ভালোবাসার মানুষের প্রতি মন উজাড় করে রাখেন এই রাশির জাতক-জাতিকারা। তবে কোনো বিষয়ে যদি কারো উপরে রেগে যান, তাহলে সেই রাগ ভাঙানো অনেক কষ্টসাধ্য ব্যাপার। সহজে মন থেকে কখনোই ক্ষমা করতে চান না সেই ব্যক্তিকে। সাধারণত দেখা যায় সৎ প্রকৃতির, বিশ্বস্ত ও রক্ষণশীল হয়ে থাকেন এই ব্যক্তিরা।
স্বাস্থ্য: চলতি বছরে বৃষ রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি, খাওয়াদাওয়ার ক্ষেত্রেও অবশ্যই যত্নশীল হতে হবে। নাহলে, আপনি কোনো রোগের শিকার হতে পারেন। বাবার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। এই রাশির কিছু মানুষ হার্ট সংক্রান্ত সমস্যার মুখোমুখি হতে পারেন। মানসিক শান্তি বজায় রাখতে কোনো পার্বত্য অঞ্চলে বেড়াতে যান।
ব্যক্তিগত জীবন: এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে যাঁরা অবিবাহিত রয়েছেন তাঁরা ২০২৩-এ বিশেষ কারোর সম্মুখীন হতে পারেন। এই বছরটি বিবাহিত জীবনের জন্য সামগ্রিকভাবে মিশ্র প্রমাণিত হবে। এদিকে, বছরের শুরুতে আপনি আপনার জীবনসঙ্গীকে খুশি করার জন্য কোনো বিশেষ সারপ্রাইজ দিতে পারেন। অত্যধিক কাজের জন্য পরিবারের সদস্যদের সাথে এই বছর বেশি সময় কাটানোর সুযোগ পাবেন না। দাম্পত্য জীবন আনন্দে কাটবে।
কর্ম জীবন: বৃষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই বছরের শেষে রাহু তাঁদের লাভের স্থানে প্রবেশ করতে পারে। তাই, ওই সময়ে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকুন। তবে, শনি আপনার দশম স্থান অর্থাৎ কর্মস্থানে বিরাজ করবে। যার ফলে এই রাশির জাতকেরা কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। উল্লেখ্য যে, বৃষ রাশির ব্যবসায়ীদের জন্য এই বছরটি একাধিক চ্যালেঞ্জে ভরে থাকবে। এমনকি, বিরোধীরা ষড়যন্ত্র পর্যন্ত করতে পারেন। তাই, সতর্ক থাকুন। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাঁরা এই বছর সাফল্য পাবেন।
আর্থিক অবস্থা: নতুন বছরটিতে এই রাশির জাতকেরা অর্থ সঞ্চয়জনিত সমস্যার মুখোমুখি হতে পারেন। পাশাপাশি, আকষ্মিকভাবে অর্থব্যয়ের ঘটনাও ঘটতে পারে। বছরের প্ৰথম তিনটি মাস অর্থনৈতিক দিকটিতে একাধিক চ্যালেঞ্জ আসবে। তবে, এপ্রিলের পর থেকে আর্থিক দিকটি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। পাশাপাশি, নতুন আয়ের উৎসও খুঁজে পাওয়া সম্ভব হবে। এমতাবস্থায়, বছরের শেষ দিকে আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
প্রতিকার: অতিরিক্ত স্বার্থপরতা ও রূঢ় আচরণ আপনার ভাই-বোনদের পাশাপাশি অন্যান্যদের কাছেও বিরক্তির সৃষ্টি করবে। তাই, নিজেকে সংযত করুন। নাহলে, আপনার চলার পথ আরও বেশি কঠিন হয়ে যাবে।