কন্যা রাশি (Virgo): রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা রাশি। পাশাপাশি, বুধগ্রহের জাতক হল এই রাশিটি। এমতাবস্থায়, গ্রহের অবস্থান অনুসারে ২০২৩ সালটি কন্যা রাশির জাতক-জাতিকাদের মিশ্র ফল এনে দেবে। চলতি বছরে শনি কন্যা রাশি থেকে ষষ্ঠ ঘরে গমন করবে। পাশাপাশি, বৃহস্পতি গ্রহ এই রাশি থেকে অষ্ঠম ঘরে অবস্থান করবে। এছাড়া, রাহুর গমনও অক্টোবর পর্যন্ত কন্যা রাশির অষ্টম ঘরেই থাকবে। তবে, এই তিনটি গ্রহ ছাড়াও অন্যান্য গ্রহের রাশি পরিবর্তন এই রাশির জাতক-জাতিকাদের বিভিন্নভাবে প্রভাবিত করবে।
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজির ২১ শে আগস্ট থেকে ২০ শে সেপ্টেম্বর অর্থাৎ বাংলা ৮ শে ভাদ্র থেকে ৭ শে আশ্বিনের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থেকেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
কন্যা রাশির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য-
শুভ রং | সবুজ |
শুভ দিন | বুধবার |
শুভ সংখ্যা | ৬৭ |
শুভ দিক | পশ্চিম দিক |
শুভ সঙ্গী বা সঙ্গিনী | মকর ও বৃষ রাশি |
শুভ রত্ন | পান্না |
চারিত্রিক বৈশিষ্ট্য: কন্যা রাশির জাতক-জাতিকারা উচ্চাকাঙ্ক্ষার অধিকারী হন। তবে, প্রশংসা শুনতে এবং প্রশংসা করতে বেশি পছন্দ করেন এই রাশির ব্যক্তিরা। কন্যা রাশির জাতকেরা কাছের মানুষদের জন্য অবলীলায় নিজের স্বার্থ ত্যাগ করতে পারেন। এই রাশির ব্যক্তিরা হলেন পবিত্রতার প্রতীক। এরা চিকিৎসা, রসায়ন বিজ্ঞান, গণিত ইত্যাদি বিষয়ে দক্ষ হলেও, লেখাপড়ার ক্ষেত্রে আগ্রহ কিছুটা কম থাকে। বাড়ির পরিবেশ পছন্দ না হলে, বহুবার বাড়ি পরিবর্তন করতে পারে তুলা রাশির জাতকেরা। পাশাপাশি, তুলা রাশির জাতকেরা তাঁদের জীবনে একাধিকবার বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। জীবনের ব্যক্তিগত ঘটনা ডায়েরিতে লিখে রাখতে বেশি পছন্দ করেন এরা।
স্বাস্থ্য: ২০২৩ সালটি কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত ভালো প্রমাণিত হবে। এই বছরে জাতকদের সাবধানে এবং সতর্কতার সাথে গাড়ি চালানো উচিত। যাঁরা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক রোগে ভুগছিলেন তাঁরা এই বছর স্বস্তি পাবেন। তবে, কন্যা রাশির জাতকরা ভুল চিকিৎসার মুখোমুখি হতে পারেন চলতি বছরে। তাই, অবশ্যই সঠিক যোগ্যতাসম্পন্ন চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা করান।
ব্যক্তিগত জীবন: কন্যা রাশির জাতক-জাতিকারা নতুন বছরে পারিবারিক দিক থেকে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হবেন। বাড়ির সদস্যদের সাথে চলতি বছরে সংযত হয়ে কথা বলতে হবে। আগস্ট মাসের পর থেকে পারিবারিক জীবনে কোনো ভালো ফল পেতে পারেন। বাবা-মায়ের কাছ থেকে এই রাশির জাতকেরা চলতি বছরে কোনল বাড়তি দায়িত্ব পেতে পারেন। পারবারিক বিবাদ যতটা সম্ভব এড়িয়ে চলুন। প্রেমের জীবনে বছরটিতে বেশ উত্থান-পতন ঘটবে। বিবাহিতদের জন্য দিনটি ভালো। তবে, যাঁরা বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে রয়েছেন তাঁরা সমস্যায় পড়বেন।
কর্মজীবন: এই বছরটিতে কন্যা রাশির জাতক-জাতিকারা তাঁদের কেরিয়ারে ইতিবাচক ফলাফল পাবেন। পাশাপাশি, কর্মক্ষেত্রে উচ্চপদও পেতে পারেন। যাঁরা কর্মহীন অবস্থায় রয়েছেন তাঁরা এপ্রিল থেকে সেপ্টেম্বরী মধ্যে চাকরি পেতে পারেন। কর্মক্ষেত্রে যাঁরা বেতন বৃদ্ধির আশায় ছিলেন তাঁদের স্বপ্নপূরণ হতে চলেছে। চাকুরিজীবিরা এই বছর কোনো ব্যবসা শুরু করতে পারেন। পাশাপাশি, ব্যবসায়ে লাভের জন্য কোনো আত্মীয়ের সহায়তা মিলবে। কর্মক্ষেত্রে যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে “আপ টু ডেট” রাখুন।
আর্থিক অবস্থা: কন্যা রাশির জাতক-জাতিকাদের চলতি বছরে কোনো আইন-আদালতের মামলায় অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, এই বছরে খুব সাবধানে বিনিয়োগ করতে হবে। নাহলে বড়সড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। কাউকে ঋণ দেওয়ার সময়ে অবশ্যই সতর্ক হন। কোনো স্বল্পকালীন লগ্নির মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসের পরে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের কারণে আপনাকে অনেকটা অর্থব্যয় করতে হতে পারে।
প্রতিকার: শারীরিক দিক থেকে এই বছরটা সতর্ক থাকতে হবে। শরীর ভালো-মন্দ মিশিয়ে চললেও ভালোর ভাগটাই বেশি থাকবে। তবে, হজম এবং শ্লেষ্মার গোলযোগে কষ্ট পেতে পারেন। পাশাপাশি, এই বছরে কোনো আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই, সজাগ থাকুন।