বাংলা হান্ট ডেস্ক : সবথেকে উঁচু রামের মন্দির তৈরি হবে অযোধ্যায়? পরিকল্পনা যোগীর! টাকা ব্যয় নিয়ে উদ্বিগ্ন বিরোধী দের একাংশ।অযোধ্যা রায় বেরিয়ে গেছে শান্তিপূর্ণ ভাবেই চলছে সকল ধর্ম জাতি সহাবস্থান। এর আগেই প্রস্তাব উঠেছিল অয্যোধ্যায় রাম বিষয়ক একটি জাদুঘর বানানোর। গত ১ নভেম্বর, এই প্রকল্পের বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছে উত্তরপ্রদেশ মন্ত্রীসভা।
আর যোগী সরকার যে এ বিষয়ে চরম তৎপর তা বলাই বাহুল্য। অয্যোধ্যায় পর্যটনের উন্নতি করার জন্য বানানো হবে রামের ডিজিট্যাল মিউজিয়ম। সঙ্গে তৈরি হবে রামের সবথেকে উঁচু মূর্তিও, যেটার উচ্চতা হবে ২৫১ মিটার অথবা ৮২৪ ফিট।এ বিষয়ে পাকাপাকি সীলমোহর এখনো পড়েনি।
উত্তরপ্রদেশের এক মন্ত্রী শ্রীকান্ত শর্মা।
সাংবাদিকদের জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে উপস্থিতিতে বৈঠকে ঠিক হয়েছে, ৬১ হেক্টর জমির ওপর তৈরি হবে এই জাদুঘর। এর জন্য আনুমানিক খরচ ধরা হয়েছে ৪৪৬.৪৬ কোটি টাকা। এই টাকা কিভাবে খরচ হবে এবং কিভাবে আসবে সে বিষয়ে বিশেষ কমিটি গঠন করা হবে। এই চত্বরের মধ্যে জাদুঘর ছাড়াও থাকবে রামের মূর্তি, একটি ‘ফুড প্লাজা’ এবং সৌন্দর্যায়ণের অন্যান্য উপকরণ। অয্যোধ্যার সদর তহসিলের মীরপুর গ্রামের ৬১.৩৮০৭ হেক্টর জমি নিয়ে বানানো হবে এই জাদুঘর এবং সেটার আনুসাঙ্গিক চত্বর।