কয়েকদিন আগে প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদি দাবি করেছিলেন যে পাকিস্তানের কাছে ক্রমাগত হারের ফলে শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের কাছে দয়া ভিক্ষা চাইতেন। আর আফ্রিদির এই বিতর্কিত মন্তব্যের পরই শোরগোল পড়ে যায় ক্রিকেট মহলে। এবার আফ্রিদির সেই মন্তব্যের সমালোচনা করে আফ্রিদিকে কড়া ভাষায় জবাব দিলেন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। আকাশ চোপড়া বললেন ‘সাপে কামড়ালে ঔষধ পাওয়া যায়, কিন্তু ভুল ধারণার কোন চিকিৎসা হয় না।’
এইদিন ভারত- পাকিস্তান ম্যাচের পরিসংখ্যান তুলে ধরে নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন একটা সময় দল হিসাবে পাকিস্তান খুবই শক্তিশালী ছিল। কিন্তু সেই সময় তো আফ্রিদি পাকিস্তান দলে খেলতেন না। সেই সময় ইমরান খান, ওয়াকার ইউনিস, ওয়াসিম আক্রমদের মত প্রতিভাবান ক্রিকেটাররা পাকিস্তানের হয়ে খেলতেন। তখন পাকিস্তানের কাছে অনেক ম্যাচেই হারতে হয়েছে ভারতকে কিন্তু সেই সময় পাকিস্তান দলে আফ্রিদি খেলতেন না বরং আফ্রিদি যখন থেকে পাকিস্তানের হয়ে খেলতে শুরু করলেন তখন থেকে ভারত- পাকিস্তান ম্যাচের পরিসংখ্যান বদলাতে শুরু করেছে।
আফ্রিদি যখন থেকে পাকিস্তানের হয়ে খেলতে শুরু করেন তখন থেকে দুই দল মোট 11 টি টেস্ট ম্যাচ খেলেছে। তার মধ্যে দুই দলই পাঁচটি করে টেস্ট ম্যাচ জিতেছে। এছাড়াও 82 টি ওয়ানডে ম্যাচের মধ্যে পাকিস্তান জিতেছে 41 টি এবং ভারত জিতেছে 39 টি। আকাশ চোপড়া বলেন মাত্র দুটি ম্যাচ কম জেতার জন্য আমার মনে হয় না ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের কাছে ক্ষমা চাইত। এছাড়াও আকাশ চোপড়া মনে করিয়ে দেন বর্তমানে দুই দলের দিকে তাকালে বিস্তর পার্থক্য লক্ষ্য দেখা যায়। ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ জিতে আসে সেখানে পাকিস্তান অস্ট্রেলিয়ায় গিয়ে গোহারান হারে। বর্তমানে দুই দলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এটা আফ্রিদিকে বুঝতে হবে।