রিশভ পন্থের পড়শী মাধোয়ালের বোলিংয়ে চূর্ণ গম্ভীরের LSG! এবার গুজরাটের মুখোমুখি মুম্বাই

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আকাশ মাধোয়াল (Akash Madhwal) মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এই মরশুমে একটি আশীর্বাদ হিসাবে উঠে এসেছেন এবং যশপ্রীত বুমরার জুতোয় পা গলিয়ে এই ফ্র্যাঞ্চাইজিকে আলাদা পরিপূর্ণতা প্রদান করেছেন। আজ প্রথম এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসকে (LSG) উড়িয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং তার মূল কারণ ছিল আকাশ মাধোয়ালের ৩.৩ ওভার বোলিং করে ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন।

বিস্তারিত আসছে…

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর