গান্ধীর পরিবর্তে টাকায় ছাপা হোক নেতাজির ছবি! দাবি হিন্দু মহাসভার, প্রতিবাদে TMC ও কংগ্রেস

বাংলা হান্ট ডেস্কঃ টাকার নোটের ওপরে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) পরিবর্তে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) ছবি দিতে হবে! অতীতে একাধিকবার এহেন দাবি উঠেছে আর এবার বিতর্ক উস্কে দিয়ে এই দাবি করে বসল অখিল ভারত হিন্দু মহাসভা (Akhil Bharat Hindu Mahasabha)। তাদের দাবি, “স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান বিশাল; যা মহাত্মা গান্ধীর তুলনায় কোন অংশে কম নয়। তাই এবার টাকায় নেতাজির ছবি দেওয়ার সময় এসে গিয়েছে।” এই ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র।

অখিল ভারত হিন্দু মহাসভার বিতর্কিত পদক্ষেপ কিংবা মন্তব্য এই প্রথম নয়; এর আগেও সম্প্রতি দুর্গাপুজোর সময় অসুরের স্থানে মহাত্মা গান্ধীর আদলে মূর্তি গড়া নিয়ে একের পর এক বিতর্কের সৃষ্টি হয়। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতা এবং প্রশাসনের তৎপরতার কারণে মূর্তি বদল করতে বাধ্য হয় তারা।

যদিও পরবর্তী ক্ষেত্রে হিন্দু মহাসভার সভাপতি (বাংলা শাখা) চন্দ্রচুড় গোস্বামী বলেন, “গান্ধীকেই প্রকৃত অসুর বলে মানি আমরা। তিনি হলেন আসল অসুর। সেই জন্যই মূর্তিটি ওঁনার আদলে গড়ে তোলা হয়েছিল।” আর এবার বিতর্ক উস্কে দিয়ে চন্দ্রচূড়বাবু দাবি করলেন, “দেশের স্বাধীনতা সংগ্রামে নেতাজির ভূমিকা কিন্তু কোন অংশে কম নয়। তাই আমরা চাই, ওঁনাকে সম্মান জানানোর জন্য গান্ধীজীর পরিবর্তে টাকায় নেতাজির ছবি দেওয়া হোক।”

যদিও হিন্দু সংগঠনের এহেন বক্তব্যের কড়া নিন্দা করেছে তৃণমূল এবং কংগ্রেস। তৃণমূলের দাবি, “বিজেপি এবং তাদের শাখা সংগঠনগুলি গোটা দেশের মধ্যে বিভাজনের পরিবেশ তৈরি করতে তৎপর। সেই কারণেই এহেন বিতর্কিত মন্তব্য করা হয়ে চলেছে।”

1600x960 1085746 currency

অপরদিকে কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান, “গান্ধীজিকে হত্যার জন্য কারা দায়ী ছিল, সেটা সকলের জানা। বর্তমানে ওঁর আদর্শ এবং নীতিকে অবহেলা করার চেষ্টা করা হয়ে চলেছে। টাকায় গান্ধীজীর পরিবর্তে নেতাজির ছবি ব্যবহার তারই প্রচেষ্টা। এর উত্তর বিজেপি এবং আরএসএসকে দিতে হবে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর