বাংলা হান্ট ডেস্ক : ভারতের বুকে এক টুকরো কিউবা বা সোভিয়েত রাশিয়ার খোঁজ পেতে হলে ঢুঁ মেরে আসতে হবে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (JNU)। কিন্তু সোভিয়েত রাশিয়ার যেমন পতন হয়েছিল ঠিক তেমনই পতনের আগে খাদের কিনারায় দাঁড়িয়ে JNU এর বাম ছাত্র সংগঠন। কিছুদিন আগেই ABVP এবং বাম ছাত্র সংগঠনের মধ্যে তুমুল মারপিটের পর এবার নির্বাচনে (JNU Election) গেরুয়া ঝড় দেখা গিয়েছে JNU তে।
উল্লাস এবং স্লোগানের সাথে JNU এর ছাত্ররা ভোট দেয় শুক্রবার। আর এবার প্রায় 73% ভোট পড়েছে সেখানে, যা কিনা একটি রেকর্ড। সবমিলিয়ে সেখানে মোট ভোটের সংখ্যা ১,৪২১টি। JNU এর নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ২৪ শেষ মার্চ অর্থাৎ আজ রাত্রি ৯ টায়। গত শুক্রবারই চার সদস্যের কেন্দ্রীয় প্যানেল ও অন্যান্য পদে ভোটগ্রহণ পর্ব শুরু হয়। JNUSU-এর চারটি কেন্দ্রীয় প্যানেল পদের জন্য মোট ১৯ জন প্রার্থী এবং স্কুল কাউন্সিলরদের জন্য ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, রবিবার রাত ৯টায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণা করবে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিটি। কেন্দ্রীয় প্যানেল সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক এবং সাধারণ সম্পাদক পদ গঠন করা হবে। বর্তমানে সেখানে ভোট গণনা চলছে এবং যা দেখা যাচ্ছে তা বামেদের জন্য বেশ শঙ্কাজনক। চলুন দেখে নেওয়া যাক এখনো পর্যন্ত কোন পদে কে এগিয়ে।
প্রেসিডেন্ট
অভিজিৎ কুমার (INDP)- ১১
আফরোজ আলম (CRJD)- ৩
আরাধনা যাদব (SCS)- ৩৮
বিশ্বজিৎ মিঞ্জি (BAPSA)- ৩৫
ধনঞ্জয় (Left)- 210
জুনায়েদ রাজা (NSUI)- ৩২
সার্থক নায়ক (DISHA)- ১১
উমেশ চন্দ্র (ABVP)- ৩৯৩
NOTA – ২৪
খালি – ১২
অবৈধ – ৮
ভাইস প্রেসিডেন্ট
অঙ্কুর রাই (INDP)- ২১০
অভিজিৎ ঘোষ (Left)- ১৭৭
দীপিকা শর্মা (ABVP)- ৩১৯
মোহাম্মদ আনাস (বাপসা)- ৩৪
NOTA – ২৩
খালি – ১৪
অবৈধ – ১০
সাধারণ সম্পাদক
অর্জুন আনন্দ (ABVP)- ৪২৪
ফারিন জাইদি (NSUI) – ৮২
প্রিয়ংশী আর্য (বাপসা, বাম সমর্থিত) – ২১১
NOTA – ৩৭
খালি – ১৭
অবৈধ – ৭
যুগ্ম সচিব
গোবিন্দ ডাঙ্গি (ABVP) – ৪৫০
মো সাজিদ (বাম) – ১৮৯
রূপক কুমার সিং (বাপসা)- ৪৭
NOTA – ৬৭
খালি – ২২
অবৈধ – ৫
আরএসএস-সমর্থিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে, উমেশ চন্দ্র, দীপিকা শর্মা, অর্জুন আনন্দ, এবং গোবিন্দ দাঙ্গি কেন্দ্রীয় প্যানেলের দৌড়ে রয়েছেন। কংগ্রেস-সংশ্লিষ্ট NSUI-এর জুনায়েদ রাজা এবং ফারহিন জাইদি এবং BAPSA-এর বিশ্বজিৎ মিঞ্জি, এমডি আনাস, প্রিয়ংশি আর্য এবং রূপক কুমার সিং ছাত্র ইউনিয়নের মূখ্য প্রতিদ্বন্দ্বী। উল্লেখ্য শেষবার অর্থাৎ ২০১৯ সালে ভোটে বাম ছাত্র সংগঠন জয় লাভ করে।