ভাঙল পুরনো রেকর্ড, মার্চে দেশে বিদেশি বিনিয়োগ ৩৮ হাজার কোটি! নয়া নজির ভারতের

বাংলা হান্ট ডেস্ক: ২০১৯ সালের মার্চ মাসের পর চলতি বছরের মার্চ মাসে, ভারতীয় শেয়ার বাজারে (Share Market) বিদেশি বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাব ফের পরিলক্ষিত হয়েছে। সেই সময়েও বিদেশি বিনিয়োগকারীরা নির্বাচনের পর ভারতে একটি স্থিতিশীল ও ভালো সরকার আশা করছিলেন। তবে, এবার বিদেশি বিনিয়োগকারীদের মনোভাব আরও বেশি আগ্রাসী বলে মনে হচ্ছে। শুধু তাই নয়, বিদেশি বিনিয়োগকারীরা ২০১৯-এর মার্চ মাসের রেকর্ডকেও এবার ভেঙে দিয়েছেন। এই অর্থবর্ষের শেষ ট্রেডিং মাস শেষ হওয়ার মাত্র এক সপ্তাহ আগে, ৩৮ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়েছে বিদেশি বিনিয়োগকারীদের তরফে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, চলতি অর্থবর্ষে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজারে ২ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছেন।

শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীদের রেকর্ড: ডিপোজিটরি তথ্য অনুযায়ী, চলতি মাসে অর্থাৎ মার্চ মাসে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বাজারে ৩৮,০৯৮ কোটি টাকা বিনিয়োগ করেছে। ২০১৭ সালের পর এই তৃতীয়বারের মতো বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বাজারে ৩০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল বিদেশি বিনিয়োগকারীরা ৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে। এখনও পর্যন্ত, মার্চ মাসে সর্বোচ্চ বিনিয়োগের রেকর্ড তৈরি হয়েছিল ২০১৯ সালে। তখন বিদেশি বিনিয়োগকারীরা ৩৩,৯৮১ কোটি টাকা বিনিয়োগ করেছিল।

38000 crore investment by foreign investors in India in March.

এদিকে, চলতি বছরের শুরুতে, ফেব্রুয়ারিতে, FPI শেয়ারে ১,৫৩৯ কোটি টাকা বিনিয়োগ করেছিল। জানুয়ারিতে, তারা ২৫,৭৪৩ কোটি টাকার শেয়ার বিক্রি করে। সামগ্রিকভাবে, এই বছর এখনও পর্যন্ত, FPI ভারতীয় স্টক মার্কেটে ১৩,৮৯৩ কোটি টাকা বিনিয়োগ করেছে। এদিকে, যদি আমরা চলতি অর্থবর্ষের কথা বলি, সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীরা ২,১১,২১১ কোটি টাকা বিনিয়োগ করেছে।

আরও পড়ুন: দেওয়ালে ঠেকেছে পিঠ! উপায় না পেয়ে ভারতের সাথে বাণিজ্য শুরু করতে আগ্রহী পাকিস্তান, বদলে গেল সুর

ঋণের বাজারেও বিনিয়োগ: এদিকে, শেয়ার বাজার ছাড়াও গত ২২ মার্চ পর্যন্ত FPI এই মাসে ঋণ বা বন্ড মার্কেটে ১৩,২২৩ কোটি টাকা বিনিয়োগ করেছে। ঋণ বা বন্ড বাজার সম্পর্কে কথা বলতে গিয়ে, ব্লুমবার্গ আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে এমার্জিং মার্কেট (EM) লোকাল কারেন্সি গভর্নমেন্ট ইনডেক্সে অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছে। এই কারণে FPI গুলি বন্ড মার্কেটে অর্থ বিনিয়োগ করছে। এর আগে, তারা ফেব্রুয়ারিতে বন্ড মার্কেটে ২২,৪১৯ কোটি টাকা, জানুয়ারিতে ১৯,৮৩৬ কোটি টাকা এবং ডিসেম্বরে ১৮,৩০২ কোটি টাকা ঢেলেছিল। চলতি ক্যালেন্ডার ইয়ারে, বিদেশি বিনিয়োগকারীরা ঋণ বা বন্ড বাজারে ৫৫,৪৮০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এদিকে যদি আমরা বর্তমান অর্থবর্ষের কথা বলি, সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীরা বন্ড মার্কেটে ১,২০,৬৮০ কোটি টাকা বিনিয়োগ করেছে।

আরও পড়ুন: ৫০ বছরের ইতিহাসে এই প্রথমবার! ট্রেনের চেন টেনে পগারপার স্বয়ং TTE, তারপরে যা হল….

কি জানাচ্ছেন বিশেষজ্ঞরা: এই প্রসঙ্গে মর্নিংস্টার ইনভেস্টমেন্ট রিসার্চ ইন্ডিয়ার অ্যাসোসিয়েট ডিরেক্টর হিমাংশু শ্রীবাস্তব জানিয়েছেন যে FPI মার্চ মাসে উল্লেখযোগ্য কেনাকাটা করছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি এবং ভারতের ইতিবাচক সামগ্রিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে FPI-গুলি ভারতের মতো উচ্চ বৃদ্ধির বাজারের দিকে অগ্রসর হচ্ছে। এছাড়া বাজারে সাম্প্রতিক সংশোধনও তাদের বিনিয়োগের সুযোগ দিয়েছে। তবে, গত সপ্তাহে FPI বিক্রেতা হয়ে ৩১.৪ কোটি ডলার মূল্যের শেয়ার বিক্রি করেছে। কারণ তারা সতর্ক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর