৫০ বছরের ইতিহাসে এই প্রথমবার! ট্রেনের চেন টেনে পগারপার স্বয়ং TTE, তারপরে যা হল….

বাংলা হান্ট ডেস্ক: মাঝেমধ্যেই এমন কিছু ঘটনার প্রসঙ্গ খবরের শিরোনামে উঠে আসে যেগুলি রীতিমতো অবাক করে প্রত্যেককেই। ঠিক সেই রেশ বজায় রেখেই একটি চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। এমনিতেই, ট্রেনে (Indian Railways) সফর করার ক্ষেত্রে যাত্রীদের কিছু নিয়ম মেনে চলতে হয়। পাশাপাশি, ট্রেনে থাকা চেন কোনো কারণ ছাড়াই টেনে দেওয়া যায় না।

কিন্তু এবার, ৫০ বছরের ইতিহাসে এই প্রথমবার উত্তরপ্রদেশের কানপুর সেন্ট্রালে এমন একটি মামলা দায়ের করা হয়েছে যেটির রীতিমতো চমকে দেবে সবাইকে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কানপুর সেন্ট্রাল RPF TTE-র বিরুদ্ধে একটি চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করেছে। মূলত, ওই TTE-র ওপর ট্রেনের চেনপুলিংয়ের অভিযোগ রয়েছে।

   

he TTE himself disappeared by pulling the chain of the train.

শুধু তাই নয়, তিনি ট্রেনের চেন টেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। অভিযুক্ত TTE কানপুরের লখনৌ ফাটকে দিল্লি থেকে লখনৌগামী স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসে এই ঘটনা ঘটিয়েছেন। যদিও, তারপরেই RPF ওই TTE-কে ধরে ফেলে। এমতাবস্থায়, তাঁর বিরুদ্ধে রেলওয়ে আইনের ১৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: জোরকদমে চলছে কাজ! কত হবে বুলেট ট্রেনের ভাড়া? রাখঢাক না রেখে জানালেন রেলমন্ত্রী

প্রসঙ্গত উল্লেখ্য যে, কানপুর সেন্ট্রাল স্টেশনে তিন সদস্যের ভিজিল্যান্স টিম তদন্তের জন্য মোতায়েন ছিল। সেইসময়ে ট্রেনটি থামতেই ওই টিম সমস্ত TTE-র তল্লাশি শুরু করে। এদিকে, তখন ট্রেনের ২ থেকে ৬ নম্বর কামরায় ডিউটি করছিলেন TTE আনন্দ। তাঁর কাছে অত্যধিক নগদ টাকা ছিল।

আরও পড়ুন: কারোর পৌষমাস, কারোর সর্বনাশ! Paytm থেকে চাকরি ছেড়ে ১০,০০০ কোটির কোম্পানি গড়লেন কর্মচারীরা

এমতাবস্থায়, ধরা পড়ে যাওয়ার ভয়ে তিনি ওই দলকে ফাঁকি দিয়ে স্টেশন থেকে ফের ট্রেনে উঠে পড়েন এবং ট্রেন চলতে শুরু করলে ওই টিমের সদস্যরাও ট্রেনটিতে উঠে পড়েন। শেষ পর্যন্ত আর সুযোগ না পেয়ে ওই TTE ট্রেনের চেন টেনে পালানোর চেষ্টা করলেও সফল হতে পারেননি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর