সাধারণ নয়, এবার অন্যরকম ভোট হবে! ঠিক কী কী করতে হবে? জানালেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ বেজে গিয়েছে নির্বাচন দামামা। শাসক থেকে বিরোধী লোকসভা ভোটের (Loksabha Vote 2024) রণকৌশল ঠিক করতে ব্যস্ত সকলে। একের পর এক সভা, জনসভা। জোর কদমে চলছে প্রস্তুতি। এই অবহেই এবার অন্যরকম ভোট হবে বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শনিবার হাওড়ার একটি নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সেই সভা থেকেই দলের কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে শুভেন্দু বলেন, “চিন্তার কোনও কারণ নেই। এবারে অন্যরকম ভোট হবে।”

আরও পড়ুন: কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চেয়েছে CID, কী এমন অভিযোগ বিচারপতি সিনহার স্বামী প্রতাপের বিরুদ্ধে?

অন্যরকম? তা আবার কিভাবে হবে? এরপরই কর্মীদের কী করতে হবে, কিভাবে অন্যরকম ভোট হবে তাও জানিয়ে দেন শুভেন্দু। ভরা সভায় দাঁড়িয়ে শিশির পুত্র বলেন, “এবার কোনো রকম কোনো ঝামেলায় যাওয়ারই দরকার নেই। ভোট দিতে গিয়ে তৃণমূলের ক্যাম্প থেকে বুথ স্লিপ নেবেন আর ভেতরে ঢুকে পদ্ম চিহ্নের বোতামটা টিপে দেবেন। বিজেপিকে ভোট দেবেন।’

suvendu adhikari says working for tmc was a mistake

আরও পড়ুন: স্ত্রীর চেয়ে স্বামীকে উঁচু আসনে বসানো অনুচিত, সংসারে দুজনেই সমান মর্যাদার অধিকারী: কলকাতা হাইকোর্ট

শুভেন্দু আরও বলেন, “এবারে আর তৃণমূলের অশান্তি করার কোনো সুযোগ থাকবে না। এবারে অন্যরকম নির্বাচন হবে। ভোট লুঠ করতে দেওয়া হবে না।
বুথ প্ৰতি ৬ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। এছাড়াও দিল্লি থেকে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা ওয়েব ক্যামেরায় নজর রাখবেন। কে কোথায় ছাপ্পা মারছে, সব ধরা পড়বে। তাই এবারে অন্যরকম ভোট হবে।” এদিন তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ও বিজেপির পাশে দাঁড়ানোর বার্তা দেন শুভেন্দু।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর