দেশের পাঁচ রাজ্যে যখন ভোটের রাজনীতি চলছে। ঠিক সেই মুহূর্তে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ঘোষণা করেন, আসন্ন বিধানসভা ভোটে উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি ক্ষমতায় এলেই বাতিল করা হবে ইভিএম মেশিন। দেশের পাঁচ রাজ্য ভোট মুখী। এমন মুহূর্তে অখিলেশের এহেন মন্তব্যে জনমানসে নানান প্রশ্নের দানা বাঁধতে পারে বলে মনে করা হচ্ছে ।
এর ব্যাখ্যায় তিনি জানান, ‘আমি আজও এটি বলছি, কেউ ইভিএম-এ বিশ্বাস করে না। মানুষ শুধুমাত্র ব্যালটেই বিশ্বাস রাখেন। এখন থেকেই তিনি ব্যালটে ভোট করানোর দাবিতে লড়াই করে যাবেন বলে মন্তব্য করেন অখিলেশ যাদব।
তার কথায়, সমাজবাদী পার্টির সমস্ত কর্মীরা যেন তাদের ভোট দেন , যদি তেমনটা হয়, তাহলে বিজেপি যথারীতি হেরে যাবে। এবং আমরা সরকার গঠন করেই আগে ইভিএম বাতিল করার কাজ করব।’
এদিন উত্তরপ্রদেশের ঝাঁসিতে সংবাদমাধ্যমকে অখিলেশ জানিয়েছেন সেখনারকার ৪০৩ টি আসন রয়েছে। এর মধ্যে ৩১২ টি বিজেপির এবং ৪৯ টি সমাজবাদী পার্টির বিধায়ক রয়েছে। তবে আসন্ন নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করে ছাড়বে এসপি। এসপির পক্ষে আসতে চলেছে ৩০০-র বেশি আসন। এ প্রসঙ্গে তিনি বিহার নির্বাচনকে টেনে এনে বলেন, উত্তর প্রদেশে বিহারের মত মহাজোট করে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না।
একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কেও একহাত নেন। এদিন তিনি আদিত্যনাথকে কটাক্ষ করে বলেন যে, ‘আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিড়িয়াখানার মধ্যে পার্থক্য বোঝে না। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পুনরায় মসনদে বসাতে তিনি যথাসাধ্য চেষ্টা করবেন বলেও ঘোষণা করেন অখিলেশ যাদব।