সবাই গর্জন শুনতে চেয়েছিল, এটা তো বিড়ালের মাসি! ভিডিও পোস্ট করে চিতা নিয়ে মোদীকে কটাক্ষ অখিলেশের

বাংলা হান্ট ডেস্কঃ আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিন উপলক্ষ্যে মধ্যপ্রদেশের (Madhya pradesh) কুনো পালপুর অভয়ারণ্যে মোট ৮ টি চিতা ছাড়া হয়। ৭০ বছর পর মধ্যপ্রদেশের এই জাতীয় উদ্যানে চিতাদের ছেড়ে দেন স্বয়ং নরেন্দ্র মোদী। তবে এ ঘটনা নিয়েও বাদ গেল না রাজনৈতিক বিতর্ক!

উল্লেখ্য, এদিন নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে নামিবিয়া থেকে চিতা আনার ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ ছুড়ে দিলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব।

একটি ভিডিও শেয়ার করেন অখিলেশ, যেখানে একটি চিতাকে অনেকটা বিড়ালের মতো শব্দ বার করতে দেখা গিয়েছে। সেটিকে সামনে তুলে ধরে অখিলেশ বলেন, “সবাই গর্জনের জন্য অপেক্ষা করেছিল। কিন্তু এ তো দেখা যাচ্ছে বিড়ালের মাসির পরিবারের।”

অখিলেশের এই টুইটের পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশের সর্বত্র। উল্লেখ্য, এদিন নরেন্দ্র মোদীর জন্মদিনে নামিবিয়া থেকে মোট ৮ টি চিতা নিয়ে আসা হয় মধ্যপ্রদেশের কুনো পালপুর অভয়ারণ্যে। পরবর্তীতে প্রধানমন্ত্রী নিজেই সেই প্রাণীদের ছেড়ে দেন এবং একই সঙ্গে তাদের ছবিও তোলেন প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদী বলেন, “অতীতে এ সকল প্রাণীগুলির পুনর্বাসন করার জন্য কারোর তরফ থেকে কোনরকম চেষ্টা করা হয়নি। এটা আমাদের দুর্ভাগ্যজনক। তবে এই সকল চিতাগুলি এখন ভারতের অতিথি। আমাদের পরিবেশের সঙ্গে মানাতে ওদের কিছুটা সময় দিতে হবে। তবে এক্ষেত্রে যত্ন এবং দেখাশোনা করার দায়িত্ব নিতে হবে সকলকেই। তবেই চিতাগুলি ধীরে ধীরে আমাদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর