RG Kar-র  সন্দীপের বিরুদ্ধে তুলেছিলেন দুর্নীতির অভিযোগ, হঠাৎ সরকারি চাকরি থেকে ইস্তফা দিলেন আখতার আলি, বললেন…

Published on:

Published on:

akhtar ali

বাংলা হান্ট ডেস্কঃ আরজি করের কলেজ এবং হাসপাতালের (RG Kar) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সূত্র ধরে সামনে উঠে এসেছিল আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির নাম (Akhtar Ali)। এই আখতার আলিই (Sandip Ghosh) সর্ব প্রথম সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলে সরব হন। তার অভিযোগেই প্রকাশ্যে আসে আরজি কর হাসপাতালি আর্থিক দুর্নীতি। এ বার সেই আখতার আলি সরকারি চাকরি থেকে ইস্তফা দিলেন। কিন্তু কেন?

চাকরি থেকে ইস্তফা আখতারের, কারণ ঘিরে ধোঁয়াশা | Akhtar Ali

সূত্রের খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার ইস্তফা দিয়েছেন আখতার। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ হাসপাতালের ডেপুটি সুপার পদে কর্মরত ছিলেন তিনি। উল্লেখ্য, আখতার আলি ছিলে সন্দীপ ঘোষের (RG Kar-Sandip Ghosh) প্রাক্তন সহকর্মী। ২০২৩ সাল পর্যন্ত আর জি করেই কর্মরত ছিলেন আখতার। সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সরকারি নিষ্ক্রিয়তা এবং ইডি তদন্তের দাবিতে হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন আখতারবাবু।

আখতারের পদত্যাগ নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে নানা মহলে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন আখতার। তবে তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। পদত্যাগপত্র জমা দেওয়ার পর আখতারের অভিযোগ, দুর্নীতি নিয়ে মুখ খোলার পর থেকেই তাঁর বিরুদ্ধে সরকারি প্রতিহিংসা শুরু হয়। একের পর এক বদলির নির্দেশ আসতে থাকে। তার পরেই তিনি সরকারি চাকরি ছাড়ার কথা ভাবেন।

akhtar ali(1)

আরও পড়ুন: ২০২৬ নির্বাচনে বাংলায় কোনও বিজেপি এজেন্ট থাকবে না, হুঙ্কার তৃণমূল সাংসদ জগদীশ বসুনিয়ার

আখতার বলেন, ‘‘সরকারি চাকরি করে দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারছি না। কেউ আমাকে লড়তে দেবে না। সেই কারণেই আমি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’’ তিনি আরও বলেন, ‘‘আমার দু’টি নীতি।স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আর পড়ুয়াদের ওপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে সরব হওয়া। আমার সেই লড়াই আমি চালিয়ে যাব।’’