বাংলা হান্ট ডেস্কঃ মূল্যবৃদ্ধির কারণে পাকিস্তানে (Pakistan) হাহাকার। সবজি আর ডাল সমেত ডিমের দামেও আগুন। এই মূল্যবৃদ্ধির কারণে পাকিস্তানের জনতার মাথায় হাত পড়েছে। পাকিস্তানে এক কেজি চিনির দাম ১০৪ টাকা, এক কেজি গমের দাম ৬০ টাকা আর আদা ১ হাজার টাকা কেজি।
নতুন পাকিস্তান বানানোর স্লোগান দেওয়া ইমরান খান (Imran Khan) চিনির দাম কম করানোর প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু চিনির দাম তো দূরের কথা এখন সব কিছুর দামই আগুন। পাকিস্তানের পত্রিকা ডন অনুযায়ী, দেশের বেশীরভাগ এলাকায় শীতের কারণে ডিমের দাম বেড়ে ৩৫০ টাকা প্রতি ডজন হয়ে দাঁড়িয়েছে। জানিয়ে রাখি, পাকিস্তানের জনসংখ্যার মধ্যে ২৫ শতাংশের বেশি মানুষ দারিদ্র সীমার নীচে বসবাস করে।
গত বছরের ডিসেম্বর মাস থেকেই পাকিস্তানের অবস্থা শোচনীয় হচ্ছে। সেখানে গত বছর এক কেজি গমের দাম ছিল ৫০ টাকা। আর অক্টোবর ২০২০ সালে সমস্ত কিছুর দাম রেকর্ড ভেঙে দেয়। এখন পাকিস্তানে এক কেজি গমের দাম ৬০ টাকা।
এর আগে পাকিস্তান গোটা বিশ্বে পিঁয়াজ রপ্তানি করত। কিন্তু এখন নিজেদের দেশে উৎপন্ন পিঁয়াজের দাম কম করার জন্য অন্য দেশ থেকে পিঁয়াজ আমদানি করতে হয়। জনতার জন্য গম, আটা আর চিনির দাম করার জন্য ইমরান খানের সরকার আধিকারিকরা একের পর এক বৈঠক করছে।
পাকিস্তানের স্টেট ব্যাংক দ্বারা প্রকাশিত এপ্রিলের মুদ্রাস্ফীতি মনিটরে জানিয়েছে যে, ‘পাকিস্তান কেবলমাত্র উন্নত অর্থনীতির তুলনায় নয়, উদীয়মান অর্থনীতির তুলনায় সর্বাধিক মূল্যস্ফীতি দেখেছে।” পাকিস্তানিদের জন্য ২০২০ এর অর্থবর্ষ সবথেকে খারাপ ছিল। আর এই কারণে পাকিস্তান ২০২০ সালে সবথেকে বেশি মুদ্রাস্ফীতির সন্মুখিন হয়েছে।