বিহারীবাবু শত্রুঘ্নকে জোর টক্কর! আসানসোলে BJP প্রার্থী এই ফেমাস ভোজপুরী নায়িকা, চাপে তৃণমূল

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোট (Lok Sabha Election 2024) নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। গত শনিবার ১৯৫টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এর মধ্যে ২০ জন রয়েছেন বাংলার। একাধিক পুরনো মুখের পাশাপাশি কেন্দ্রের শাসক দলের প্রার্থী তালিকায় দেখা গিয়েছে বেশ কিছু নতুন মুখও। এর মধ্যে অন্যতম ছিলেন ভোজপুরী তারকা পবন সিং (Pawan Singh)। আসানসোল কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছিল তাঁকে। তবে নাম ঘোষণার একদিন পরেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি।

পবনকে প্রার্থী করার পর থেকেই মাথাচাড়া দেয় নানান বিতর্ক। এই ভোজপুরী তারকার মিউজিক অ্যালবামের কভারপেজ পোস্ট করে আক্রমণ শুরু করে তৃণমূল। তাঁর বিরুদ্ধে ওঠে বাংলার মহিলাদের অসম্মানের অভিযোগ। শেষ অবধি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি। এবার শোনা যাচ্ছে, পবন সরে দাঁড়ানোর পর আসানসোল কেন্দ্রে (Asansol Constituency) প্রার্থী হিসেবে দেখা যাবে ভোজপুরী ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় নায়িকাকে। তিনি হলেন অক্ষরা সিং (Akshara Singh)।

ভোজপুরী ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন অক্ষরা। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও তাঁর আগ্রহ রয়েছে বলে খবর। গত বছর প্রশান্ত কিশোরের জন সুরাজ অভিযানের সঙ্গে জুড়েছিলেন। এবার আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) আসানসোল কেন্দ্রের পদ্ম-প্রার্থী হিসেবে উঠে আসছে তাঁর নাম। ভোট ময়দানে শত্রুঘ্ন সিনহার প্রতিপক্ষ হিসেবে তাঁকে দেখা যেতে পারে বলে খবর।

অক্ষরার ভোটে দাঁড়ানোর খবর নিয়ে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়ে গিয়েছে। এই বিষয়ে অভিনেত্রীর বাবা জানিয়েছেন, বিজেপির (BJP) তরফ থেকে যদি আসানসোল কেন্দ্রে অক্ষরাকে প্রার্থী করা হয়, তাহলে তিনি নিশ্চয়ই লড়বেন এবং জিতবেন। প্রসঙ্গত, এই কেন্দ্রে অবাঙালি ভোটার অন্যতম গুরুত্বপূর্ণ একটি নিয়ামক শক্তি। তাই সেই হিসেবে অবাঙালি মুখ হিসেবে এই ভোজপুরী নায়িকাকে দাঁড় করানো হতে পারে বলে খবর।

আরও পড়ুনঃ দুর্নীতিবাজদের উড়ল ঘুম! জাস্টিস গাঙ্গুলির বেঞ্চের সমস্ত মামালা গেল এই দাপুটে বিচারপতির এজলাসে

akshara singh

ভোজপুরী ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় অভিনেত্রী অক্ষরার ‘ইমেজ’ বেশ পরিষ্কার। গত দশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। সমাজমাধ্যমেও বেশ জনপ্রিয়। বর্তমানে অক্ষরার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা প্রায় ৬ মিলিয়ন। সব মিলিয়ে, তাঁকে যদি আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী করা হয় তাহলে ভোট ময়দানের লড়াই একেবারে জমে যাবে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর