বাংলাহান্ট ডেস্ক: তিনি নাকি আসলে কানাডার নাগরিক। কানাডার ই-পাসপোর্ট রয়েছে তাঁর কাছে। বলা হচ্ছে অক্ষয় কুমারের কথা। কানাডার নাগরিকত্ব নিয়ে কোনদিনই লুকোছাপা করেননি অভিনেতা। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন সময়ে অনেকেই কটাক্ষ করেছেন তার কানাডার নাগরিকত্ব নিয়ে। অবশেষে এই নিয়ে মুখ খুললেন অক্ষয়।
সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। সেখানেই নিজের ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, “আমি বুঝিনা আমার নাগরিকত্ব নিয়ে আগ্রহ ও সমালোচনার কি আছে। আমার কাছে কানাডিয়ান পাসপোর্ট আছে, এটা আমি কখনো লুকাইনি, অস্বীকারও করিনি। গত সাত বছরে আমি একবারও কানাডায় যাইনি। আমি ভারতে কাজ করি ও সরকারকে আয় কর দিই।” তিনি আরও বলেন, “এত বছরে নিজের দেশের প্রতি আমার ভালোবাসা অন্য কারোর কাছে প্রমাণ করার দরকার নেই। তাও আমার নাগরিকত্বের বিষয় নিয়ে বিতর্ক হয়ে চলেছে। এটা খুবই দুঃখজনক।”
কিন্তু হঠাৎ আক্কি কানাডার নাগরিকত্ব নিতে গেলেন কেন? এদিন অনুষ্ঠানে এ বিষয়টিও খোলসা করেন অভিনেতা। তিনি জানান, একটা সময় ছিল যখন তার লাগাতার ১৪ টি ছবি ব্যর্থ হয়। সে সময় তাঁর কানাডা বাসী ভারতীয় বন্ধু তাঁকে কানাডায় ডেকে নেন। তখনই তিনি কানাডার পাসপোর্ট বানান। কিন্তু তাঁর ১৫ তম ছবিটি সফল হতেই তিনি কানাডা যাওয়ার কথা আর ভাবেনওনি।
তাঁর স্ত্রী টুইংকল খান্না ও ছেলে আরভ দুজনেই ভারতীয়। তিনি নিজেও ভারতীয় হয়েও এতদিন তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। অক্ষয় জানান, এবার তিনি ভারতীয় পাসপোর্ট এর জন্য আবেদন জানিয়েছেন।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার