বাংলাহান্ট ডেস্ক: অসমের (assam) বন্যা ত্রাণে (flood relief) ১ কোটি টাকা অনুদান দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অক্ষয় কুমার (akshay kumar)। অভিনেতাকে ধন্যবাদ দিয়ে টুইট করলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল (sarbananda sonowal)। মঙ্গলবার টুইট করে অক্ষয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
টুইট করে অসমের মুখ্যমন্ত্রী লেখেন, ‘অসমের বন্যা ত্রাণে ১ কোটি টাকা দিয়ে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ অক্ষয় কুমার জি। সঙ্কটের কালে আপনি সবসময়ই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অসমের একজন সত্যিকারের বন্ধু হওয়ার জন্য ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ও আপনি বিশ্বের দরবারে আরও প্রতিষ্ঠিত হোন।’
Thank you @akshaykumar ji for your kind contribution of ₹1 crore towards Assam flood relief. You have always shown sympathy and support during periods of crisis. As a true friend of Assam, may God shower all blessings to you to carry your glory in the global arena.
— Sarbananda Sonowal (@sarbanandsonwal) August 18, 2020
বিগত দু মাস ধরে অত্যধিক বৃষ্টিপাতের ফলে ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে অসমে। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে ধেমাজি, লখিমপুর, বক্সা জেলায় প্রায় ১১৯৬২ জন মানুষ বন্যা কবলিত হয়ে রয়েছেন।
প্রসঙ্গত, এর আগে বন্যাত্রাণে অনুদান দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। টুইট করে অসমের বন্যা ত্রাণে সাহায্যের হাত বাড়ানোর জন্য অনুরাগীদের অনুরোধ করেন প্রিয়াঙ্কা। তিনি লেখেন, ‘বিশ্বব্যাপী মহামারির মধ্যে ভারতের রাজ্য অসমের ওপর আরও এক বিপর্যয় নেমে এসেছে। ভারী বৃষ্টিপাতের জন্য ভয়ানক বন্যার পরিস্থিতি হয়েছে সেখানে। লক্ষাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। বাড়িঘর, সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণের আন্দাজ করাও কঠিন। বিশ্বের অন্যতম অভয়ারণ্য কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কও বন্যা কবলিত।’
প্রিয়াঙ্কা আরও লেখেন, ‘আমাদের সাহায্যের দরকার ওদের। এখানে কয়েকটি প্রতিষ্ঠানের তথ্য দিচ্ছি আমি যারা অসমে খুবই ভাল কাজ করছে। আমি ও নিক দুজনেই ত্রাণে অনুদান দিয়েছি। আমরা ওদের সাহায্য করলে ওরা দুর্গতদের সাহায্য করতে পারবে।’
বন্যা ত্রাণে অনুদান দিয়ে অসমের বন্যা দুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাও। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনেই এই খবর জানিয়েছেন।
নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিরাট ও অনুষ্কা লেখেন, ‘দেশে করোনা মহামারির এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে বিহার ও অসমের মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে উঠেছে বন্যায়। অসম ও বিহারের মানুষদের জন্য প্রার্থনা করার পাশাপাশি আমরা ঠিক করেছি তিনটি সংস্থার মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেব যারা বন্যা ত্রাণে খুব ভাল কাজ করছে। আপনারা সহমত হলে দয়া করে এই সংস্থাগুলির মাধ্যমে ওই রাজ্যের মানুষদের সাহায্য করুন।’
র্যাপিড রেসপন্স, গুঞ্জ ও অ্যাকশন এইড এই তীনটি সংস্থাকে অনুদান দিয়েছেন বিরাট অনুষ্কা। তবে সেই অনুদানের পরিমাণ প্রকাশ করেননি। পাশাপাশি তিনটি সংস্থার সঙ্গে যোগাযোগ করার তথ্যও সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছেন তাঁরা।