পঞ্জাবে বন্যা দুর্গতদের পাশে অক্ষয়, ৫ কোটি টাকা দিয়ে বললেন, ‘আমার কাছে এটা সেবা’

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বন্যা কবলিত পঞ্জাবে দুর্দশা চরমে। বলিউডের বিভিন্ন তারকারা এগিয়ে আসছেন দুর্যোগ পরিস্থিতিতে সাহায্য করতে। এই তালিকায় এবার নাম যুক্ত হল অক্ষয় কুমারের (Akshay Kumar)। বন্যা ত্রাণ এবং দুর্গতদের উদ্ধারকার্যে সাহায্যের জন্য ৫ কোটি টাকা অনুদান দিলেন তিনি। তবে একে অনুদান বলতে নারাজ অক্ষয় (Akshay Kumar)।

পঞ্জাব বন্যা দুর্গতদের জন্য অনুদান দিলেন অক্ষয়

গুঞ্জনে শিলমোহর দিয়ে অক্ষয় (Akshay Kumar) বলেন, ‘হ্যাঁ আমি ৫ কোটি টাকা দিচ্ছি পঞ্জাবে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ কেনার জন্য। কিন্তু আমি কাউকে দান করার কে? সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সুযোগ পেলে আমি ধন্য মনে করি। আমার কাছে এটা ‘সেবা’, একটা ছোট্ট অবদান। আমি প্রার্থনা করি যে প্রাকৃতিক দুর্যোগ পঞ্জাবের ভাই বোনের উপরে নেমে এসেছে তা দ্রুত কেটে যাক। ঈশ্বর করুণা করুন’।

Akshay kumar donated in Punjab flood relief

আগেও সাহায্য করেছেন অক্ষয়: এর আগেও বিভিন্ন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গিয়েছে অক্ষয়কে (Akshay Kumar)। চেন্নাইয়ের বন্যার সময় বা করোনাকালে বারেবারে আর্থিক সাহায্য করতে দেখা গিয়েছে তাঁকে। ‘ভারত কে বীর’ উদ্যোগের মাধ্যমে সেনা জওয়ানদের পরিবারের পাশেও দাঁড়িয়েছেন অভিনেতা (Akshay Kumar)।

আরও পড়ুন : “পরপুরুষের ছোঁয়া হারাম”, ধ্বংসস্তূপে আটকে পড়া মহিলাদের বাঁচাচ্ছে না উদ্ধারকারীরা, একী কাণ্ড আফগানিস্তানে?

পাশে দাঁড়িয়েছেন প্রীতি: পঞ্জাবের এই বিপদের সময় বার্তা দিয়েছেন অভিনেতা গায়ক দিলজিৎ দোসাঞ্ঝ। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে দিলজিৎ বলেন, ‘পঞ্জাব আহত হয়েছে, কিন্তু হার মানেনি’। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রীতি জিন্টার দল ‘পঞ্জাব কিংস’। ৩৩ লক্ষ ৮০ হাজার টাকা বন্যা তহবিলে দান করেছে এই দল।

আরও পড়ুন : প্রশাসনের চাপে বাংলায় মুক্তি পেল না ‘দ্য বেঙ্গল ফাইলস’? আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অগ্নিহোত্রীর

শেষ পাওয়া খবর অনুযায়ী, পঞ্জাবের বন্যায় এখনও পর্যন্ত ৪০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। ২৩ টি জেলা দুর্যোগ কবলিত। সাড়ে ৩ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ৩৭ বছরে এমন ভয়াবহ পরিস্থিতি হয়নি পঞ্জাবে। এমতাবস্থায় পঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করেছে সরকার।