অয্যোধ্যায় ‘রাম সেতু” সিনেমার শুটিংয়ের জন্য অক্ষয় কুমারকে অনুমতি দিলেন যোগী আদিত্যনাথ

বাংলা হান্ট ডেস্কঃ বলিউড (Bollywood) অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) সম্প্রতি নিজের আগামী প্রোজেক্টের ঘোষণা করে সিনেমার নাম আর পোস্টার শেয়ার করেছিলেন। রাম সেতু (Ram Setu) নামে অক্ষয় কুমারের নতুন সিনেমায় ওনাকে প্রভু শ্রী রাম চন্দ্রের ছবির সামনে দাঁড়িয়ে আলাদা এক চেহারায় দেখা যায়। এবার অক্ষয়ের এই সিনেমার শুটিংয় উত্তর প্রদেশের অয্যোধ্যায় করার অনুমতি মিলেছে।

ram setu

উল্লেখ্য, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) মুম্বাইয়ের হোটেলে অভিনেতা অক্ষয় কুমারের সাথে সাক্ষাৎ করেছিলেন। যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশে মেগা ফিল্ম সিটি বানানোর উদ্দেশ্যে অনেক বলি অভিনেতার সাথে সাক্ষাৎ করেন। মুম্বাইয়ের হোটেলে অক্ষয় কুমার যোগী আদিত্যনাথের কাছে অয্যোধ্যায় ওনার নতুন সিনেমা রাম সেতুর শুটিং করার অনুমতি চান। অক্ষয় কুমারের এই প্রস্তাব যোগী আদিত্যনাথের পছন্দ হয়, আর উনি সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

yogi and akshay

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, রাজ্যে সিনেমা নির্মাণের অনেক সম্ভাবনা আছে। এর পরিপ্রেক্ষিতে, রাজ্য সরকার ফিল্ম পলিসি -২০১৭ এর মাধ্যমে চলচ্চিত্র প্রযোজনা কার্যক্রম প্রচার চালাচ্ছে। রাজ্যে সিনেমার শুটিং হলে স্থানীয়দের কাজ আর রাজ্যের শিল্পীরা নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন বলে জানান তিনি। যোগী আদিত্যনাথ এও বলেন যে, রাজ্যে সিনেমার শুটিং করা সিনেমা নির্মাতাদের যথা সম্ভব সাহাজ্য করা হবে।

যোগী আদিত্যনাথ বলেন, অক্ষয় কুমার নিজের শিল্পের সদ্ব্যবহার করে ‘টয়লেট এক প্রেম কথা” সিনেমার মাধ্যমে সমাজে একটি সুন্দর বার্তা দিয়েছেন। এরকম সিনেমা সমাজে সচেতনতা ছড়াতে সাহাজ্য করে। যোগী আদিত্যনাথের সাথে সাক্ষাতের সময় অক্ষয় কুমার উত্তর প্রদেশে সিনেমা নির্মাণকে উৎসাহ দেওয়া রাজ্য সরকারের কাজের প্রশংসা করেন আর ফিল্ম সিটি স্থাপনার কাজের জন্য সরকারকে শুভেচ্ছা জানান। উনি এও জানান যে, এর আগেও ওনার অনেক সিনেমার শুটিং উত্তর প্রদেশে করা হয়েছে, আর আগামী দিনেও করা হবে।

 

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর