মডার্ন শিব সেজে বিপাকে, বাতিল হয়ে যেতে পারে অক্ষয়ের ‘ওএমজি ২’এর মুক্তি!

বাংলাহান্ট ডেস্ক: ‘ওহ মাই গড ২’ (Oh My God 2) নিয়ে ধোঁয়াশা কাটছেই না। অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত ছবিটির সিক্যুয়েল মুক্তি পেতে চলেছে খুব শিগগির। প্রথম ছবিটি হিট হওয়ায় এর সিক্যুয়েল নিয়েও চলছে চর্চা। কিন্তু ছবিটি মুক্তির আগেই শুরু হয়েছে বিতর্ক। সেন্সর বোর্ডের তরফে এখনও সবুজ সংকেত না মেলায় ছবির মুক্তি নিয়ে দেখা দিয়েছে দোলাচল।

ছবিটির টিজার U/A সার্টিফিকেট পেয়েছে সেন্সর বোর্ডের তরফে। কিন্তু আসল সিনেমার ক্ষেত্রেই বেঁকে বসেছে বোর্ড। এখনো পর্যন্ত ২০ টি রদবদল করতে বলা হয়েছে ছবিতে। এখানেই শেষ নয়। নতুন আপডেট অনুযায়ী, অক্ষয় অভিনীত ভগবান শিবের চরিত্রটি বদলানোর নির্দেশ দেওয়া হয়েছে সেন্সর বোর্ডের তরফে।

Akshay kumar next film omg 2 in trouble

সূত্রের খবর মানলে, ওএমজি ২ ছবিতে অক্ষয়ের শিব চরিত্রটি নিয়ে আপত্তি প্রকাশ করেছে সেন্সর বোর্ড। স্বয়ং মহাদেবের বদলে শিব দূতের চরিত্র রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এতে কার্যত মাথায় হাত নির্মাতাদের। কারণ সেন্সর বোর্ডের নির্দেশ মতো রদবদল করলে একাধিক দৃশ্য বাদ পড়বে বা পরিবর্তন করতে হবে, যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যও রয়েছে।

একটি দৃশ্যে অক্ষয়কে সর্বাঙ্গে নীল রঙ ধারণ করে দেবাদিদেব মহাদেবের রূপে দেখা গিয়েছে। সেন্সর বোর্ডের নিয়ম মতো কাটছাঁট করতে গেলে এই দৃশ্যেও চলবে কাঁচি। দৃশ্যটি নতুন করে শুট করা কিংবা গায়ের রঙ বদলাতে গেলেও একটা লম্বা সময়ের প্রয়োজন হবে। এদিকে আগামী ১১ অগাস্ট ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্রয়োজনীয় বদল করে ছবিটি নির্ধারিত সময়ে রিলিজ করা সম্ভবপর হবে কিনা তা নিয়েই চিন্তায় পড়েছেন নির্মাতারা।

সূত্রের খবর, এই পরিস্থিতিতে প্রথমত ছবির মুক্তির তারিখ পেছোনোর চিন্তা ভাবনা করছেন নির্মাতারা। দ্বিতীয়ত, সেন্সর বোর্ডের নির্দেশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও তারা ভাবছেন বলে খবর। আসলে নির্মাতাদের বক্তব্য, যে যে বদল বোর্ডের তরফে করতে বলা হয়েছে সেগুলো ছবির চিত্রনাট্য দুর্বল করে দেবে।

উপরন্তু ওএমজি ২ এর ‘A’ সার্টিফিকেট নিয়েও আপত্তি প্রকাশ করেছেন নির্মাতারা। সমস্ত বয়সের মানুষ যেন ছবিটা দেখতে পায়, এমনটাই দাবি তাদের। পাশাপাশি ছবির প্রচারের কাজও অনেকটাই বাকি রয়েছে। তবে বিতর্ক নিয়ে কোনো মন্তব্যই এখনো পর্যন্ত করেননি অক্ষয়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর